ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

স্বর্ণের ভরি ২ লাখ ৩২ হাজার ছাড়াল, নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:২৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / 50

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। এবার প্রথমবারের মতো প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার টাকা ছাড়িয়ে নতুন রেকর্ড গড়ল। প্রায় দুই সপ্তাহ ধরে ২ লাখ ৩০ হাজার টাকার নিচে ওঠানামা করার পর আজ থেকে নতুন এই দর কার্যকর হচ্ছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকায় বিক্রি হবে।

বাজুস গতকাল সোমবার সোনার দাম বাড়ার ঘোষণা দেয়। তারা জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার কারণ দেখিয়ে এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, গত ২৯ ডিসেম্বর স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকায় পৌঁছেছিল, যা ছিল রেকর্ড। এরপর ১১ জানুয়ারি থেকে দুই দিন দাম ছিল ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। নতুন দরে প্রতি ভরি সোনার দাম আগের দিনের তুলনায় ৪ হাজার ২০০ টাকা বা ১ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

স্বর্ণের ভরি ২ লাখ ৩২ হাজার ছাড়াল, নতুন রেকর্ড

সর্বশেষ আপডেট ০১:২৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। এবার প্রথমবারের মতো প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার টাকা ছাড়িয়ে নতুন রেকর্ড গড়ল। প্রায় দুই সপ্তাহ ধরে ২ লাখ ৩০ হাজার টাকার নিচে ওঠানামা করার পর আজ থেকে নতুন এই দর কার্যকর হচ্ছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকায় বিক্রি হবে।

বাজুস গতকাল সোমবার সোনার দাম বাড়ার ঘোষণা দেয়। তারা জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার কারণ দেখিয়ে এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, গত ২৯ ডিসেম্বর স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকায় পৌঁছেছিল, যা ছিল রেকর্ড। এরপর ১১ জানুয়ারি থেকে দুই দিন দাম ছিল ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। নতুন দরে প্রতি ভরি সোনার দাম আগের দিনের তুলনায় ৪ হাজার ২০০ টাকা বা ১ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে।