দেশে সব রেকর্ড ছাড়িয়ে স্বর্ণের সর্বোচ্চ মূল্য, ভরি দুই লাখ ৩২ হাজার
- সর্বশেষ আপডেট ১০:২৬:১২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- / 51
দেশের বাজারে সোনার দাম সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে। সোমবার (১২ জানুয়ারী)বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, প্রতি ভরিতে দাম সর্বোচ্চ ৪ হাজার ২০০ টাকা বৃদ্ধি পেয়ে ভালো মানের সোনার দাম দুই লাখ ৩২ হাজার ৫৫ টাকায় দাঁড়িয়েছে। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার মূল্য।
এর আগে ২০২৫ সালের ২৭ ডিসেম্বর সোনার দাম সর্বোচ্চ ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা ছিল। নতুন এই মূল্য আগামী ১৩ জানুয়ারি (মঙ্গলবার) থেকে কার্যকর হবে।
বাজুস জানায়, বৈশ্বিক বাজারে খাঁটি সোনার দাম বাড়ার কারণে স্থানীয় বাজারেও দাম বেড়েছে। গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৬০০ ডলার ছাড়িয়েছে।
নতুন দামের ভিত্তিতে ২২ ক্যারেটের সোনার প্রতি ভরির দাম দুই লাখ ৩২ হাজার ৫৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২১ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৯ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি এক লাখ ৫৬ হাজার ৮৮১ টাকা।
সোনার সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরির রুপার দাম ৫ হাজার ৯৪৯ টাকা, ২১ ক্যারেটের ৫ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৮৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৬৭৪ টাকা হয়েছে।
































