ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রিটেনে সড়ক দুর্ঘটনায় সিলেটের তিন প্রবাসীর মৃত্যু

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:৪৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / 39

নিহত চার জনের মধ্যে তিনজন সিলেটের। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টারের বোলটনে সড়ক দুর্ঘটনায় চার প্রবাসীর মৃত্যু হয়েছে, নিহতদের মধ্যে সিলেটের তিনজন রয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনা রবিবার (১১ জানুয়ারি) স্থানীয় সময় রাত পৌনে ১টার দিকে ঘটে।

সিলেটের বাসিন্দা নিয়াজ উদ্দিন জায়গিরদার গণমাধ্যমকে জানান, নিহত তিনজন সিলেটের যুবক। তবে চতুর্থ নিহতের (ট্যাক্সিচালক) বাংলাদেশি কিনা তা নিশ্চিত করতে পারেননি।

ব্রিটিশ পুলিশ জানায়, নিহতরা হলেন মোহাম্মদ জিব্রায়েল মুখতার (১৮), ফারহান প্যাটেল (১৮), মোহাম্মদ দানিয়াল (১৯) এবং ট্যাক্সিচালক মাসরব আলী (৫৪)। আহতদের মধ্যে দুজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার দৃশ্য দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তারা ভিডিও ধারণ করে পুলিশকে প্রদান করেছেন। নিহতদের পরিবারকে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে। স্থানীয় কমিউনিটি নেতারা আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং সম্প্রদায়ের প্রতি শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ব্রিটেনে সড়ক দুর্ঘটনায় সিলেটের তিন প্রবাসীর মৃত্যু

সর্বশেষ আপডেট ০৮:৪৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টারের বোলটনে সড়ক দুর্ঘটনায় চার প্রবাসীর মৃত্যু হয়েছে, নিহতদের মধ্যে সিলেটের তিনজন রয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনা রবিবার (১১ জানুয়ারি) স্থানীয় সময় রাত পৌনে ১টার দিকে ঘটে।

সিলেটের বাসিন্দা নিয়াজ উদ্দিন জায়গিরদার গণমাধ্যমকে জানান, নিহত তিনজন সিলেটের যুবক। তবে চতুর্থ নিহতের (ট্যাক্সিচালক) বাংলাদেশি কিনা তা নিশ্চিত করতে পারেননি।

ব্রিটিশ পুলিশ জানায়, নিহতরা হলেন মোহাম্মদ জিব্রায়েল মুখতার (১৮), ফারহান প্যাটেল (১৮), মোহাম্মদ দানিয়াল (১৯) এবং ট্যাক্সিচালক মাসরব আলী (৫৪)। আহতদের মধ্যে দুজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার দৃশ্য দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তারা ভিডিও ধারণ করে পুলিশকে প্রদান করেছেন। নিহতদের পরিবারকে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে। স্থানীয় কমিউনিটি নেতারা আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং সম্প্রদায়ের প্রতি শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন।