‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের ফটোকার্ড প্রকাশ
- সর্বশেষ আপডেট ০৭:১৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- / 46
প্রধান উপদেষ্টার প্রেস উইং সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড প্রকাশ করেছে, যা নাগরিকদের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে উৎসাহিত করার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্য বহন করছে। সোমবার (১২ জানুয়ারি) প্রকাশিত ফটকার্ডে লেখা রয়েছে, ‘গণভোটের ‘হ্যাঁ’-তে সিল দিন, ফ্যাসিবাদ ফিরে আসার রাস্তা চিরতরে বন্ধ করুন।’
প্রেস উইং জানিয়েছে, গণভোটের প্রচারণার অংশ হিসেবে ১১ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে মোট আটটি ফটোকার্ড প্রকাশ করা হবে।
এই উদ্যোগের উদ্দেশ্য হলো জনগণকে গণভোটের বিষয়ে সচেতন করা এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা। সরকারের পক্ষ থেকে দেশব্যাপী বিস্তৃত কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে, যার আওতায় মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ ও বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তৃণমূল পর্যায়ে গণভোটের বিষয়ে ইতিবাচক মনোভাব তৈরি হয়।
































