ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘নির্লজ্জ’ যুক্তরাষ্ট্র, উত্তর কোরিয়ার চরম সমালোচনা

আন্তার্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:১৭:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / 27

উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। আজ সোমবার দেশটি যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ বলে অভিহিত করেছে এবং তাদের কর্মকাণ্ডকে জাতিসংঘের মর্যাদা নষ্ট করা ও ঘৃণ্য অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে।

পিয়ংইয়ংয়ের জাতিসংঘ মিশনের বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘে আলোচনার মূল বিষয় হওয়া উচিত যুক্তরাষ্ট্রের এসব কর্মকাণ্ড নিয়ে। অন্য দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি যুক্তরাষ্ট্রকেও সঠিকভাবে বিচার করা প্রয়োজন।

বিবৃতিতে কোনো নির্দিষ্ট ঘটনা উল্লেখ করা হয়নি। বিশ্লেষকেরা মনে করছেন, এই মন্তব্য এসেছে এমন প্রেক্ষাপটে যখন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক করার পর আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ে। অনেকেই মনে করছেন, এ কারণে উত্তর কোরিয়ার উদ্বেগ ও বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ পেয়েছে।

উল্লেখ্য, উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরেই পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে এবং আন্তর্জাতিক চাপ ও নিন্দার মুখোমুখি।

সূত্র: এএফপি

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

‘নির্লজ্জ’ যুক্তরাষ্ট্র, উত্তর কোরিয়ার চরম সমালোচনা

সর্বশেষ আপডেট ০৪:১৭:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। আজ সোমবার দেশটি যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ বলে অভিহিত করেছে এবং তাদের কর্মকাণ্ডকে জাতিসংঘের মর্যাদা নষ্ট করা ও ঘৃণ্য অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে।

পিয়ংইয়ংয়ের জাতিসংঘ মিশনের বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘে আলোচনার মূল বিষয় হওয়া উচিত যুক্তরাষ্ট্রের এসব কর্মকাণ্ড নিয়ে। অন্য দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি যুক্তরাষ্ট্রকেও সঠিকভাবে বিচার করা প্রয়োজন।

বিবৃতিতে কোনো নির্দিষ্ট ঘটনা উল্লেখ করা হয়নি। বিশ্লেষকেরা মনে করছেন, এই মন্তব্য এসেছে এমন প্রেক্ষাপটে যখন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক করার পর আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ে। অনেকেই মনে করছেন, এ কারণে উত্তর কোরিয়ার উদ্বেগ ও বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ পেয়েছে।

উল্লেখ্য, উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরেই পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে এবং আন্তর্জাতিক চাপ ও নিন্দার মুখোমুখি।

সূত্র: এএফপি