ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ক্রিকেটারকে অপমান মানেই দেশের অপমান: ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:৫৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / 36

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

আইপিএল ঘিরে সাম্প্রতিক বিতর্কে ক্রিকেটারদের সম্মান ও দেশের মর্যাদা রক্ষার ওপর গুরুত্ব আরোপ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১২ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশের একজন ক্রিকেটারকে অপমান করা হলে তা শুধু ব্যক্তিগত নয়, বরং পুরো দেশের জন্যই অপমানজনক। ক্রিকেটের সঙ্গে জাতীয় সম্মান ও আবেগ জড়িয়ে আছে বলেও মন্তব্য করেন তিনি।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল দল থেকে বাদ দেওয়ার প্রসঙ্গে ফখরুল বলেন, এ ধরনের সিদ্ধান্তে দেশের মানুষের অনুভূতিও বিবেচনায় নেওয়া উচিত। তিনি ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের প্রতি আস্থা প্রকাশ করলেও বলেন, ছোটখাটো বিষয় নিয়ে অপ্রয়োজনীয় জটিলতা না বাড়িয়ে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানে পৌঁছানো দরকার।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ক্রিকেটারকে অপমান মানেই দেশের অপমান: ফখরুল

সর্বশেষ আপডেট ০২:৫৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

আইপিএল ঘিরে সাম্প্রতিক বিতর্কে ক্রিকেটারদের সম্মান ও দেশের মর্যাদা রক্ষার ওপর গুরুত্ব আরোপ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১২ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশের একজন ক্রিকেটারকে অপমান করা হলে তা শুধু ব্যক্তিগত নয়, বরং পুরো দেশের জন্যই অপমানজনক। ক্রিকেটের সঙ্গে জাতীয় সম্মান ও আবেগ জড়িয়ে আছে বলেও মন্তব্য করেন তিনি।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল দল থেকে বাদ দেওয়ার প্রসঙ্গে ফখরুল বলেন, এ ধরনের সিদ্ধান্তে দেশের মানুষের অনুভূতিও বিবেচনায় নেওয়া উচিত। তিনি ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের প্রতি আস্থা প্রকাশ করলেও বলেন, ছোটখাটো বিষয় নিয়ে অপ্রয়োজনীয় জটিলতা না বাড়িয়ে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানে পৌঁছানো দরকার।