বাগেরহাটে এনসিপির ১২ নেতার একযোগে পদত্যাগ
- সর্বশেষ আপডেট ০৯:৫৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / 31
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাগেরহাট সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আলী হুসাইনসহ ১২ নেতা একযোগে পদত্যাগ করেছেন। রোববার (১১ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এ সিদ্ধান্তের ঘোষণা দেন।
পদত্যাগ করা অন্য নেতাদের মধ্যে রয়েছেন যুগ্ম সমন্বয়ক কাজী মাহফুজুর রহমান, সদস্য আশিকুর রহমান সুমন, শেখ রাসেল, শেখ মিজানুর রহমান, মো. হাসান শেখ, মো. শহিদুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, শেখ নাবিল হোসেন, মো. জনি, মুনিয়া আক্তার জেনি ও মো. রাতুল আহসান।
লিখিত বক্তব্যে আলী হুসাইন জানান, ২০২৫ সালের ৩ জুন থেকে তিনি বাগেরহাট সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের অঙ্গীকার ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির অসামঞ্জস্যতা অনুভব করায় তিনি দলের সঙ্গে আর পথচলা সম্ভব মনে করেন না। একই কারণে অন্যান্য সদস্যরাও পদত্যাগের সিদ্ধান্ত নেন।
































