ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভুল পথে পা বাড়িয়েছিলাম, তবু সংসার রক্ষা করতে চাই

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:১০:০৪ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / 34

দেবলীনা নন্দী

কয়েক দিনের ব্যবধানে ব্যক্তিগত জীবন নিয়ে লাইভে কথা বলা এবং পরে আত্মহত্যার চেষ্টার ঘটনায় নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী দেবলীনা নন্দী। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ তার স্বামী প্রবাহের পক্ষে মত দিচ্ছেন, আবার অনেকে দেবলীনাকেই সমর্থন করছেন। এমন পরিস্থিতির মধ্যেই কিছুটা সুস্থ হয়ে ক্যামেরার সামনে এসে নিজের অবস্থান স্পষ্ট করলেন এই গায়িকা।

একটি ভিডিও বার্তায় সাম্প্রতিক সময়ের বিতর্ক নিয়ে মুখ খুলেছেন দেবলীনা। ভিডিওর শুরুতেই আত্মহত্যার চেষ্টা প্রসঙ্গে তিনি জানান, শ্বশুরবাড়িতে দীর্ঘদিন অপমান সহ্য করে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু একপর্যায়ে বাড়ি থেকে বের করে দেওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং সেই অবস্থায়ই চরম সিদ্ধান্ত নেন।

দেবলীনাকে বলতে শোনা যায়, তিনি জানেন যে যে পথ তিনি বেছে নিয়েছিলেন, তা সঠিক ছিল না। তবে তার দাবি, যা কিছু ঘটেছে, তার পেছনে ভালোবাসাই মূল কারণ। লাইভে শ্বশুরবাড়ি নিয়ে বলা কথার নানা ভুল ব্যাখ্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ডিভোর্স নিয়ে যে চাপ তৈরি হয়েছে, সে বিষয়েও কথা বলেন এই সংগীতশিল্পী।

দেবলীনা নন্দী ও তার স্বামী

স্বামী প্রবাহকে নিয়ে দেবলীনা স্পষ্ট করে জানান, কোথাও তিনি বলেননি যে তার স্বামী খারাপ মানুষ। তার ভাষায়, বাইরে থেকে সম্পর্ক ভেঙে বেরিয়ে আসা যতটা সহজ মনে হয়, বাস্তবে তা মোটেও ততটা সহজ নয়। ভালোবাসা ছিল বলেই এতদিন সবকিছু সহ্য করেছেন তিনি। শুধু ‘বেরিয়ে এসো’ বললেই সব সমস্যার সমাধান হয়ে যায় না বলেও মন্তব্য করেন দেবলীনা।

অর্থ বা সম্পদের জন্য বিয়ের অভিযোগও সরাসরি নাকচ করেছেন তিনি। দেবলীনাদের দাবি, তিনি যে গাড়ি ব্যবহার করেন, সেটি নিজের উপার্জিত অর্থেই কেনা এবং প্রবাহকে চিনবার আগেই সেই গাড়ি কেনা হয়েছিল।

শ্বশুর-শাশুড়ির সঙ্গে সম্পর্ক নিয়েও খোলামেলা কথা বলেন দেবলীনা। তার অভিযোগ, স্বামী প্রবাহ যখন তাকে বেশি গুরুত্ব দিতেন, তখনই শাশুড়ির আপত্তি শুরু হতো। এমনকি এক সময় শ্বশুর-শাশুড়ি দু’জনকে আলাদা হয়ে যাওয়ার পরামর্শও দিয়েছিলেন। প্রবাহের কাছে মায়ের কথাই ছিল শেষ কথা, যার ফলে দাম্পত্য জীবনে বারবার অশান্তি তৈরি হতো। তবুও সম্পর্ক বাঁচানোর আশায় একাধিকবার শ্বশুরবাড়িতে ফিরে যাওয়ার চেষ্টা করেছেন তিনি।

বর্তমানে দেবলীনা মানসিকভাবে অনেকটাই স্থিতিশীল বলে জানান। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত তাকে বিশ্রামে থাকতে হচ্ছে। নিজের জীবনের জটিলতা, যন্ত্রণা এবং ভালোবাসার গল্প প্রকাশ্যে তুলে ধরলেও এখনও পর্যন্ত প্রবাহ বা তার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভুল পথে পা বাড়িয়েছিলাম, তবু সংসার রক্ষা করতে চাই

সর্বশেষ আপডেট ০৩:১০:০৪ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬

কয়েক দিনের ব্যবধানে ব্যক্তিগত জীবন নিয়ে লাইভে কথা বলা এবং পরে আত্মহত্যার চেষ্টার ঘটনায় নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী দেবলীনা নন্দী। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ তার স্বামী প্রবাহের পক্ষে মত দিচ্ছেন, আবার অনেকে দেবলীনাকেই সমর্থন করছেন। এমন পরিস্থিতির মধ্যেই কিছুটা সুস্থ হয়ে ক্যামেরার সামনে এসে নিজের অবস্থান স্পষ্ট করলেন এই গায়িকা।

একটি ভিডিও বার্তায় সাম্প্রতিক সময়ের বিতর্ক নিয়ে মুখ খুলেছেন দেবলীনা। ভিডিওর শুরুতেই আত্মহত্যার চেষ্টা প্রসঙ্গে তিনি জানান, শ্বশুরবাড়িতে দীর্ঘদিন অপমান সহ্য করে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু একপর্যায়ে বাড়ি থেকে বের করে দেওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং সেই অবস্থায়ই চরম সিদ্ধান্ত নেন।

দেবলীনাকে বলতে শোনা যায়, তিনি জানেন যে যে পথ তিনি বেছে নিয়েছিলেন, তা সঠিক ছিল না। তবে তার দাবি, যা কিছু ঘটেছে, তার পেছনে ভালোবাসাই মূল কারণ। লাইভে শ্বশুরবাড়ি নিয়ে বলা কথার নানা ভুল ব্যাখ্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ডিভোর্স নিয়ে যে চাপ তৈরি হয়েছে, সে বিষয়েও কথা বলেন এই সংগীতশিল্পী।

দেবলীনা নন্দী ও তার স্বামী

স্বামী প্রবাহকে নিয়ে দেবলীনা স্পষ্ট করে জানান, কোথাও তিনি বলেননি যে তার স্বামী খারাপ মানুষ। তার ভাষায়, বাইরে থেকে সম্পর্ক ভেঙে বেরিয়ে আসা যতটা সহজ মনে হয়, বাস্তবে তা মোটেও ততটা সহজ নয়। ভালোবাসা ছিল বলেই এতদিন সবকিছু সহ্য করেছেন তিনি। শুধু ‘বেরিয়ে এসো’ বললেই সব সমস্যার সমাধান হয়ে যায় না বলেও মন্তব্য করেন দেবলীনা।

অর্থ বা সম্পদের জন্য বিয়ের অভিযোগও সরাসরি নাকচ করেছেন তিনি। দেবলীনাদের দাবি, তিনি যে গাড়ি ব্যবহার করেন, সেটি নিজের উপার্জিত অর্থেই কেনা এবং প্রবাহকে চিনবার আগেই সেই গাড়ি কেনা হয়েছিল।

শ্বশুর-শাশুড়ির সঙ্গে সম্পর্ক নিয়েও খোলামেলা কথা বলেন দেবলীনা। তার অভিযোগ, স্বামী প্রবাহ যখন তাকে বেশি গুরুত্ব দিতেন, তখনই শাশুড়ির আপত্তি শুরু হতো। এমনকি এক সময় শ্বশুর-শাশুড়ি দু’জনকে আলাদা হয়ে যাওয়ার পরামর্শও দিয়েছিলেন। প্রবাহের কাছে মায়ের কথাই ছিল শেষ কথা, যার ফলে দাম্পত্য জীবনে বারবার অশান্তি তৈরি হতো। তবুও সম্পর্ক বাঁচানোর আশায় একাধিকবার শ্বশুরবাড়িতে ফিরে যাওয়ার চেষ্টা করেছেন তিনি।

বর্তমানে দেবলীনা মানসিকভাবে অনেকটাই স্থিতিশীল বলে জানান। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত তাকে বিশ্রামে থাকতে হচ্ছে। নিজের জীবনের জটিলতা, যন্ত্রণা এবং ভালোবাসার গল্প প্রকাশ্যে তুলে ধরলেও এখনও পর্যন্ত প্রবাহ বা তার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।