ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জনগণ সংস্কার চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে : উপদেষ্টা রিজওয়ানা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:৪৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / 62

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রিজওয়ানা

জনগণ সংস্কার চাইলে গণভোটে যেতে হবে। আর গণভোটে উত্তরটি ‘হ্যাঁ’ হতে হবে নয়তো ক্ষমতার ভারসাম্য আনার সুযোগ আরও অনেক বছরের জন্য হাতছাড়া হয়ে যেতে পারে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (১১ জানুয়ারি) রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত নাগরিক দায়িত্ববোধ, সামাজিক সম্পৃক্ততা ও নগর উন্নয়ন বিষয়ক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি ।

উপদেষ্টা বলেন, ‘আমরা আগামী ১২ ফেব্রুয়ারিতে ভোট দেব। সেদিন দুটি ভোট দিতে হবে। সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন, সেটা চিন্তা করে দেবেন; যাতে পরে পস্তাতে না হয়। একই দিনে যে দ্বিতীয় ভোটটি দেবেন, সেটি হচ্ছে গণভোট। এটি বাংলাদেশের জন্য একটি বড় সিদ্ধান্ত।’

তিনি আরও বলেন, দেশবাসী যদি সত্যিই সংস্কার চায়, তবে গণভোটে উত্তরটি ‘হ্যাঁ’ হতে হবে। এই সুযোগ হেলায় হারালে ক্ষমতার ভারসাম্য আনার সুযোগ আরও অনেক বছরের জন্য হাতছাড়া হয়ে যেতে পারে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তরুণরা ভোটের বড় একটি অংশ—এ কথা উল্লেখ করে তিনি বলেন, শুধু স্বৈরাচার চলে গেছে বলে সন্তুষ্ট হয়ে বসে থাকার সুযোগ নেই। দেশে সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে প্রত্যেক নাগরিককে নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ভয়কে পরাস্ত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আর বাংলাদেশের মানুষ অতীতে বারবার তা প্রমাণ করেছে। তিনি বলেন, গণতন্ত্রের ভিত শক্ত করতে তরুণদের যে ত্যাগ ও আত্মদান, তার বাস্তব প্রকাশ ঘটবে আগামী ১২ ফেব্রুয়ারির ভোটের মধ্য দিয়ে।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করা এবং নগর উন্নয়নে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘নাগরিক পদক–২০২৫’ প্রদান করে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জনগণ সংস্কার চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে : উপদেষ্টা রিজওয়ানা

সর্বশেষ আপডেট ০২:৪৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬

জনগণ সংস্কার চাইলে গণভোটে যেতে হবে। আর গণভোটে উত্তরটি ‘হ্যাঁ’ হতে হবে নয়তো ক্ষমতার ভারসাম্য আনার সুযোগ আরও অনেক বছরের জন্য হাতছাড়া হয়ে যেতে পারে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (১১ জানুয়ারি) রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত নাগরিক দায়িত্ববোধ, সামাজিক সম্পৃক্ততা ও নগর উন্নয়ন বিষয়ক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি ।

উপদেষ্টা বলেন, ‘আমরা আগামী ১২ ফেব্রুয়ারিতে ভোট দেব। সেদিন দুটি ভোট দিতে হবে। সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন, সেটা চিন্তা করে দেবেন; যাতে পরে পস্তাতে না হয়। একই দিনে যে দ্বিতীয় ভোটটি দেবেন, সেটি হচ্ছে গণভোট। এটি বাংলাদেশের জন্য একটি বড় সিদ্ধান্ত।’

তিনি আরও বলেন, দেশবাসী যদি সত্যিই সংস্কার চায়, তবে গণভোটে উত্তরটি ‘হ্যাঁ’ হতে হবে। এই সুযোগ হেলায় হারালে ক্ষমতার ভারসাম্য আনার সুযোগ আরও অনেক বছরের জন্য হাতছাড়া হয়ে যেতে পারে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তরুণরা ভোটের বড় একটি অংশ—এ কথা উল্লেখ করে তিনি বলেন, শুধু স্বৈরাচার চলে গেছে বলে সন্তুষ্ট হয়ে বসে থাকার সুযোগ নেই। দেশে সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে প্রত্যেক নাগরিককে নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ভয়কে পরাস্ত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আর বাংলাদেশের মানুষ অতীতে বারবার তা প্রমাণ করেছে। তিনি বলেন, গণতন্ত্রের ভিত শক্ত করতে তরুণদের যে ত্যাগ ও আত্মদান, তার বাস্তব প্রকাশ ঘটবে আগামী ১২ ফেব্রুয়ারির ভোটের মধ্য দিয়ে।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করা এবং নগর উন্নয়নে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘নাগরিক পদক–২০২৫’ প্রদান করে।