শুধু দাঁত নয়, কামড় চাই- ইসির প্রতি জাপা মহাসচিবের বার্তা
- সর্বশেষ আপডেট ০৬:৩৫:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
- / 42
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে মব দমন করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (একাংশ) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেছেন, নির্বাচন কমিশনকে মব দমন করতে হবে। মব দমন না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের প্রার্থীদের প্রার্থিতা ফিরে পাওয়ার আপিল শুনানিতে অংশ নিয়ে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, “ইসির দাঁত আছে, কিন্তু শুধু দাঁত থাকলেই হবে না, দাঁতসহ কামড় দিতে হবে,”।
নির্বাচন সুষ্ঠু না হলে দেশে গৃহযুদ্ধের আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন এই নেতা। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেন, নির্বাচন কমিশনের হাতে ক্ষমতা রয়েছে, তবে সেই ক্ষমতা প্রয়োগ করতে হবে।
তিনি বলেন, নির্বাচন কমিশনকে শুধু নির্বাচন নয়, পুরো দেশ ও সরকারকে নিয়ন্ত্রণের সক্ষমতা দেখাতে হবে। মব পরিস্থিতির কারণে জাতীয় পার্টির অনেক প্রার্থী ছোটখাটো ত্রুটি সংশোধনের সুযোগ পাননি। রিটার্নিং কর্মকর্তারাও ভয়ভীতির কারণে প্রার্থীদের কাগজপত্র গ্রহণ করতে পারেননি বলে অভিযোগ করেন তিনি।
জাপা মহাসচিব জানান, দল থেকে ২৪৪ জন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছিল। এর মধ্যে ২২৪ জন মনোনয়নপত্র জমা দেন। রিটার্নিং কর্মকর্তারা প্রায় ৩০ জনের মনোনয়নপত্র বাতিল করেন। পরে ২৫ জনের বেশি প্রার্থী আপিল করেন। প্রথম দফার শুনানিতে চারজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং একটি আবেদন এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। বাকি আপিলগুলোর ক্ষেত্রেও ইতিবাচক ফল প্রত্যাশা করেন তিনি।
উল্লেখ্য, সংশোধিত তফসিল অনুযায়ী আপিল নিষ্পত্তির সময়সূচি নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। রিটার্নিং কর্মকর্তারা ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন।































