বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য মার্কিন ‘ভিসা বন্ড’ পুনর্বিবেচনার আশ্বাস
- সর্বশেষ আপডেট ০৫:৫৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
- / 65
সম্প্রতি আরোপিত বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য মার্কিন ‘ভিসা বন্ড’ পুনর্বিবেচনার আশ্বাস পেয়েছে বাংলাদেশ। শনিবার (১০ জানুয়ারী) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পুনর্বিবেচনার বিষয়টি নিশ্চিত করে জানায়, ওয়াশিংটন ডিসিতে শুক্রবার অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিকবিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের মধ্যে একটি বৈঠক বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রেস উইং জানায়, ওই বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরোপিত মার্কিন ‘ভিসা বন্ড’ ব্যবস্থার প্রত্যাহারের অনুরোধ জানায় যাতে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য যুক্তরাষ্ট্রে যাতায়াত সহজ হয়।
বৈঠকে অ্যালিসন হুকার বিষয়টি আমলে নেন এবং মার্কিন সরকার এই পদক্ষেপটি ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে আশ্বাস দেন।
ভবিষ্যতে যদি পর্যটকদের নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত অবস্থানের (ওভারস্টে) হার উল্লেখযোগ্যভাবে কমে আসে, তবে যুক্তরাষ্ট্র এই বন্ডের প্রয়োজনীয়তা পুনর্বিবেচনা করতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
এছাড়া হুকার নথিপত্রহীন বাংলাদেশিদের স্বদেশে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে ঢাকার আন্তরিক সহযোগিতার ভূয়সী প্রশংসা করেছেন বলে প্রেস উইং বিজ্ঞপিতে উলেখ করে।
































