ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মতপার্থক্য যেন মতবিভেদে পরিণত না হয় : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৪৫:০৮ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • / 46

প্রতিহিংসা বা প্রতিশোধের পরিণতি কী হতে পারে তা দেশের মানুষ ৫ আগস্ট দেখেছে জানিয়ে বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে কমিয়ে আনতে হবে। মতপার্থক্য যেন মতবিরোধের পর্যায়ে না যায়।

তিনি আরো বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই যদি একসঙ্গে কাজ করে, তাহলে জাতিকে সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব। তবে ৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরতে চাই না।

শনিবার (১০ জানুয়ারি দুপুরে বনানীর হোটেল শেরাটনে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান এসব মন্তব্য করেন। তিনি বলেন, মতপার্থক্য থাকতেই পারে, তবে তা যেন বিভাজনে রূপ না নেয়। কোনো ভিন্নমত থাকলেও তা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।

তিনি আরও বলেন, সব প্রত্যাশা পূরণ সম্ভব নাও হতে পারে, কিন্তু দেশের মানুষ স্বপ্ন দেখছে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য সবাই যদি একযোগে কাজ করে, তাহলে জাতিকে সঠিক পথে নেওয়া সম্ভব।

অনুষ্ঠানটি মূলত সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ের জন্য আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানস্থলে পৌঁছেই তারেক রহমান উপস্থিত সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তাঁর সঙ্গে ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মতপার্থক্য যেন মতবিভেদে পরিণত না হয় : তারেক রহমান

সর্বশেষ আপডেট ০৩:৪৫:০৮ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

প্রতিহিংসা বা প্রতিশোধের পরিণতি কী হতে পারে তা দেশের মানুষ ৫ আগস্ট দেখেছে জানিয়ে বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে কমিয়ে আনতে হবে। মতপার্থক্য যেন মতবিরোধের পর্যায়ে না যায়।

তিনি আরো বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই যদি একসঙ্গে কাজ করে, তাহলে জাতিকে সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব। তবে ৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরতে চাই না।

শনিবার (১০ জানুয়ারি দুপুরে বনানীর হোটেল শেরাটনে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান এসব মন্তব্য করেন। তিনি বলেন, মতপার্থক্য থাকতেই পারে, তবে তা যেন বিভাজনে রূপ না নেয়। কোনো ভিন্নমত থাকলেও তা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।

তিনি আরও বলেন, সব প্রত্যাশা পূরণ সম্ভব নাও হতে পারে, কিন্তু দেশের মানুষ স্বপ্ন দেখছে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য সবাই যদি একযোগে কাজ করে, তাহলে জাতিকে সঠিক পথে নেওয়া সম্ভব।

অনুষ্ঠানটি মূলত সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ের জন্য আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানস্থলে পৌঁছেই তারেক রহমান উপস্থিত সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তাঁর সঙ্গে ছিলেন।