নরসিংদীর রায়পুরায় কিস্তির টাকা চাওয়ায় বাড়িতে হামলা ও লুটপাট
- সর্বশেষ আপডেট ১০:১৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
- / 44
নরসিংদী‘র রায়পুরা উপজেলায় কিস্তির টাকা চাওয়াকে কেন্দ্র করে গভীর রাতে রাবেয়া বেগম নামে এক নারীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রাবেয়া বেগম জানান, হামলাকারীরা তাকে মাথায় আঘাত করে আহত করেন এবং ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যান।
রাবেয়া বেগম অভিযোগ করে আরও জানান, প্রায় দুই মাস আগে ভাগ্নেয়ীর স্বামী কামাল উদ্দিনকে বিভিন্ন সময়ে কিস্তির মাধ্যমে লক্ষাধিক টাকা ধার দেন তিনি। সম্প্রতি ওই টাকা ফেরত চাইলে কামাল উদ্দিন ক্ষিপ্ত হয়ে কয়েকজনকে সঙ্গে নিয়ে তার বাড়িতে হামলা চালান। এ সময় হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর, পাসপোর্ট নষ্ট এবং ঘরের ভেতরে অগ্নিসংযোগ করেন বলে অভিযোগ করেন তিনি।
এদিকে কামাল উদ্দিনের দায়ের করা একটি মিথ্যা মামলায় ভুক্তভোগীর স্বামী ও ছেলেকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতরে অগ্নিসংযোগের আলামত পাওয়া গেছে। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
































