শিরোনাম
নীলফামারীতে বৃদ্ধকে জবাই
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
- সর্বশেষ আপডেট ০৮:৩২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
- / 79
নীলফামারীর কিশোরগঞ্জে শুক্রবার দুপুরে দুলালী বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনা ঘটেছে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের খামার গাড়াগ্রাম শিমলারতল গ্রামে।
দুলালী বেগম ওই গ্রামের মৃত জেমসেলের স্ত্রী। স্থানীয়রা জানায়, তার ছেলে-মেয়ে বাইরে থাকেন, তাই মাঝে মধ্যে বাড়ি ও মেয়ের বাড়ির মধ্যে যাতায়াত করতেন। নিহত দুলালী বেগম শুক্রবার সকালে মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরে আসেন। দুপুরে নামাজ শেষে লোকজন তার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুছ জানান, ঘটনাস্থলে সার্কেল কর্মকর্তা ও অন্যান্য পুলিশ সদস্যরা পরিদর্শন করেছেন এবং হত্যার রহস্য উদঘাটনের জন্য কাজ চলছে।


































