ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মেক্সিকোর ভূখণ্ডে হামলার হুমকি ট্রাম্পের

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:৩৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • / 44

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

ভেনেজুয়েলায় হামলা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর এবার মেক্সিকোর ভূখণ্ডে হামলার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটির সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “পানিপথে আসা মাদকের ৯৭ শতাংশ আমরা বন্ধ করেছি। এখন আমরা কার্টেলগুলোর বিরুদ্ধে স্থলভাগে আঘাত হানতে শুরু করব।”

ট্রাম্পের দাবি, “কার্টেলগুলোই মেক্সিকো চালাচ্ছে।” তবে তিনি দেশটির ভূখণ্ডে হামলার বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করেননি। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে মাদকবিরোধী যুদ্ধ ঘোষণা করেছেন ট্রাম্প। গত সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্র বহু নৌযানে হামলা চালিয়েছে। তবে এসব হামলায় নিহত ও অভিযুক্ত নৌযান মাদক পাচারের সঙ্গে যুক্ত কিনা তা এখনও প্রমাণিত হয়নি।

ভেনেজুয়েলায় হামলার পর ট্রাম্পের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে। চীন, রাশিয়া ও ইউরোপের কিছু দেশও এই অভিযোগ করেছে। ট্রাম্প দাবি করেছেন, তিনি আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করেন না।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম বলেছেন, “এমন কিছু হবে না। মেক্সিকো নিজ ভূখণ্ডে কার্যক্রম পরিচালনার পূর্ণ অধিকার রাখে।”

এর আগে গত সেপ্টেম্বর মেক্সিকো ও যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক মাদক কারবারের বিরুদ্ধে যৌথ পদক্ষেপে সম্মত হয়েছিল। কিন্তু ট্রাম্প এবার এককভাবে মেক্সিকোর ভূখণ্ডে হামলার হুমকি দিয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মেক্সিকোর ভূখণ্ডে হামলার হুমকি ট্রাম্পের

সর্বশেষ আপডেট ০৭:৩৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬

 

ভেনেজুয়েলায় হামলা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর এবার মেক্সিকোর ভূখণ্ডে হামলার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটির সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “পানিপথে আসা মাদকের ৯৭ শতাংশ আমরা বন্ধ করেছি। এখন আমরা কার্টেলগুলোর বিরুদ্ধে স্থলভাগে আঘাত হানতে শুরু করব।”

ট্রাম্পের দাবি, “কার্টেলগুলোই মেক্সিকো চালাচ্ছে।” তবে তিনি দেশটির ভূখণ্ডে হামলার বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করেননি। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে মাদকবিরোধী যুদ্ধ ঘোষণা করেছেন ট্রাম্প। গত সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্র বহু নৌযানে হামলা চালিয়েছে। তবে এসব হামলায় নিহত ও অভিযুক্ত নৌযান মাদক পাচারের সঙ্গে যুক্ত কিনা তা এখনও প্রমাণিত হয়নি।

ভেনেজুয়েলায় হামলার পর ট্রাম্পের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে। চীন, রাশিয়া ও ইউরোপের কিছু দেশও এই অভিযোগ করেছে। ট্রাম্প দাবি করেছেন, তিনি আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করেন না।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম বলেছেন, “এমন কিছু হবে না। মেক্সিকো নিজ ভূখণ্ডে কার্যক্রম পরিচালনার পূর্ণ অধিকার রাখে।”

এর আগে গত সেপ্টেম্বর মেক্সিকো ও যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক মাদক কারবারের বিরুদ্ধে যৌথ পদক্ষেপে সম্মত হয়েছিল। কিন্তু ট্রাম্প এবার এককভাবে মেক্সিকোর ভূখণ্ডে হামলার হুমকি দিয়েছেন।