নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে : প্রেস সচিব
- সর্বশেষ আপডেট ০৫:২৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
- / 36
এ মুহূর্তে নির্বাচনের জন্য পুরোপুরি লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালেই ময়মনসিংহের এবি গুহ রোডে শিববাড়ী পরিদর্শন করার সময় প্রেস সচিব সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন।
প্রেস সচিব বলেন, “নির্বাচনে কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব করা হয়নি। বড় হোক বা ছোট—সবার জন্য সুযোগ সমান। লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে যে মন্তব্য করা হচ্ছে, তার কোনো দৃশ্যমান ভিত্তি আমরা দেখছি না।”
প্রার্থীদের যাচাই-বাছাই চলছে উল্লেখ করে তিনি বলেন, ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচার শুরু হবে। প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছে। সব জায়গায় নির্বাচনের আমেজ দেখা যাচ্ছে।
প্রায় পৌনে তিনশ বছরের পুরনো শিববাড়ী মন্দির পরিদর্শনকালে তিনি আরও বলেন, “দুর্গাপূজার আয়োজন নারীরাই করে। পুরুষদের কোনো অংশগ্রহণ থাকে না।”
পরে প্রেস সচিব শহরের জুবলী রোডে বুড়া পীরের মাজার এবং হজরত শাহ সুফী সৈয়দ কালু শাহ (রহ.)-এর মাজার পরিদর্শন করেন। এ সময় মাজারগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, মুসলিম হোক বা অন্য ধর্মের, নৃ-গোষ্ঠী হোক বা সনাতনী, ধর্ম পালন না করুক—সবাই মিলে সুষ্ঠু নির্বাচন চাই। আমরা চাই নতুন বাংলাদেশ, যেখানে সংসদ নির্বাচন ও গণভোট সবই সুষ্ঠু হবে।
গণভোটে হ্যাঁ ভোট আমাদের অধিকার অক্ষুণ্ণ রাখবে উল্লেখ করে তিনি বলেন, “আর কোনো ফ্যাসিস্ট শাসনের সুযোগ থাকবে না।”
































