ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সারা দেশে বিক্ষোভ ডেকেছে স্বেচ্ছাসেবক দল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৩৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • / 39

মুসাব্বির হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে কর্মসূচী ঘোষণা স্বেচ্ছাসেবক দলের।

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে স্বেচ্ছাসেবক দল। আগামী শনিবার (১০ জানুয়ারি) ঢাকাসহ সারাদেশে এ কর্মসূচি পালন করা হবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুসাব্বিরের জানাজা নামাজের আগে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা জানান, মুসাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আসামিদের উল্লেখ করা হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে তেজগাঁও থানায় মামলাটি করেন, যেখানে তিন থেকে চারজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এর আগে, গত ৭ জানুয়ারি রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে তেজতুরী বাজার এলাকায় স্টার কাবাবের গলিতে মুসাব্বিরকে গুলি করা হয়। একই ঘটনায় কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মাসুদ গুলিবিদ্ধ হন।

ঘটনার ফুটেজে দেখা যায়, মুসাব্বিরকে গুলি করার পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। এরও কিছুক্ষণ আগে, রাত ৮টা ২০ মিনিটের দিকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের পেছনে স্টার হোটেলের সামনে মুসাব্বিরকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে জানা গেছে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সারা দেশে বিক্ষোভ ডেকেছে স্বেচ্ছাসেবক দল

সর্বশেষ আপডেট ০৫:৩৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে স্বেচ্ছাসেবক দল। আগামী শনিবার (১০ জানুয়ারি) ঢাকাসহ সারাদেশে এ কর্মসূচি পালন করা হবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুসাব্বিরের জানাজা নামাজের আগে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা জানান, মুসাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আসামিদের উল্লেখ করা হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে তেজগাঁও থানায় মামলাটি করেন, যেখানে তিন থেকে চারজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এর আগে, গত ৭ জানুয়ারি রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে তেজতুরী বাজার এলাকায় স্টার কাবাবের গলিতে মুসাব্বিরকে গুলি করা হয়। একই ঘটনায় কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মাসুদ গুলিবিদ্ধ হন।

ঘটনার ফুটেজে দেখা যায়, মুসাব্বিরকে গুলি করার পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। এরও কিছুক্ষণ আগে, রাত ৮টা ২০ মিনিটের দিকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের পেছনে স্টার হোটেলের সামনে মুসাব্বিরকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে জানা গেছে।