সন্তান জন্মের ১৮ দিনেই কাজে ফিরলেন ভারতী
- সর্বশেষ আপডেট ০২:২২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
- / 66
নতুন বছরের শুরুতেই লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে ফিরেছেন জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং। দ্বিতীয় সন্তান ‘কাজু’র জন্মের মাত্র ১৮ দিন পর শুটিং সেটে হাজির হয়ে সবাইকে অবাক করেছেন তিনি।
বর্তমানে ‘লাফটার শেফস সিজন ৩’-এর শুটিং চলছে। এই রিয়ালিটি শো-তে কৃষ্ণা অভিষেক, কাশ্মীরা শাহ, করণ কুন্দ্রা, এলভিশ যাদব ও গুরমিত চৌধুরীর মতো তারকাদের সঙ্গে কাজ করার সুযোগ থাকলেও দ্রুত কাজে ফেরার কারণে সবার নজর কেড়েছেন ভারতী।
শুটিং সেটে দ্বিতীয় সন্তানের জন্ম উপলক্ষে মিষ্টি বিতরণ করেন ভারতী। এ সময় পাপারাজ্জিরা জানতে চেয়েছিলেন, কাজুর সঙ্গে ভক্তদের পরিচয় কখন করিয়ে দেবেন। জবাবে ভারতী বলেন, “গোলা ও কাজু এখন বাড়িতে আছে। কেউ যদি ব্যক্তিগতভাবে দেখা করতে আসেন, তবে অবশ্যই পরিচয় করিয়ে দেব।”
তৃতীয় সন্তানের পরিকল্পনা নিয়ে প্রশ্নে ভারতী হেসে বলেন, “অবশ্যই কিশমিশ আসবে! আমরা থামছি না। আমাদের জীবনে এমন আনন্দের মুহূর্ত আবারও আসবে।”
উল্লেখ্য, প্রথম সন্তান গোলার জন্মের পর ভারতী মনেপ্রাণে কন্যা সন্তান চেয়েছিলেন। দ্বিতীয়বার মা হওয়ার সময় তিনি বেশ আবেগপ্রবণ ছিলেন। হাসপাতালে কাজুকে প্রথমবার দেখার সময় কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি।






































