ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে সীমান্তে যুবক গুলিবিদ্ধ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:৪৪:১৬ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / 44

রনি মিয়া। (ফােইল ফটো)

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে গুলিবিদ্ধ হয়েছেন রনি মিয়া (২২) নামের এক বাংলাদেশি যুবক। বুধবার রাত সাড়ে ১১টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)- এর আওতাধীন দইখাওয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় বিজিবির সহায়তায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

 

রনি মিয়া হাতীবান্ধা উপজেলার গোতামারী গ্রামের হারুন অর রশিদের ছেলে। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার রাতে দইখাওয়া বিওপির একটি টহলদল নিয়মিত সীমান্ত টহল চলাকালে হঠাৎ গুলির শব্দ শুনতে পায়। পরে সীমান্ত পিলার নম্বর ৯০২- এর কাছাকাছি এলাকায় কয়েকজন ব্যক্তিকে দৌড়াদৌড়ি করতে দেখা যায়। একই সময় গুলিবিদ্ধ এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছিল। পরিস্থিতি বুঝে বিজিবি সদস্যরা আহত রনি মিয়াকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।

 

বিজিবি আরও জানায়, এর আগেও গত ২২ ডিসেম্বর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)- এর ছোড়া ছররা গুলিতে আহত হন রনি মিয়া। ওই ঘটনার পর তিনি আত্মগোপনে চলে যান। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী তাঁর বাড়িতে গেলে পরিবারের পক্ষ থেকে প্রথমে তাঁর উপস্থিতি অস্বীকার করা হয়।

 

বিজিবির দাবি অনুযায়ী, রনি মিয়া ওই সীমান্ত এলাকায় মাদক বহন ও চোরাচালানের সঙ্গে জড়িত হিসেবে পরিচিত।

 

এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, বারবার সতর্ক করার পরও সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক। সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

লালমনিরহাটে সীমান্তে যুবক গুলিবিদ্ধ

সর্বশেষ আপডেট ০১:৪৪:১৬ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে গুলিবিদ্ধ হয়েছেন রনি মিয়া (২২) নামের এক বাংলাদেশি যুবক। বুধবার রাত সাড়ে ১১টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)- এর আওতাধীন দইখাওয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় বিজিবির সহায়তায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

 

রনি মিয়া হাতীবান্ধা উপজেলার গোতামারী গ্রামের হারুন অর রশিদের ছেলে। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার রাতে দইখাওয়া বিওপির একটি টহলদল নিয়মিত সীমান্ত টহল চলাকালে হঠাৎ গুলির শব্দ শুনতে পায়। পরে সীমান্ত পিলার নম্বর ৯০২- এর কাছাকাছি এলাকায় কয়েকজন ব্যক্তিকে দৌড়াদৌড়ি করতে দেখা যায়। একই সময় গুলিবিদ্ধ এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছিল। পরিস্থিতি বুঝে বিজিবি সদস্যরা আহত রনি মিয়াকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।

 

বিজিবি আরও জানায়, এর আগেও গত ২২ ডিসেম্বর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)- এর ছোড়া ছররা গুলিতে আহত হন রনি মিয়া। ওই ঘটনার পর তিনি আত্মগোপনে চলে যান। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী তাঁর বাড়িতে গেলে পরিবারের পক্ষ থেকে প্রথমে তাঁর উপস্থিতি অস্বীকার করা হয়।

 

বিজিবির দাবি অনুযায়ী, রনি মিয়া ওই সীমান্ত এলাকায় মাদক বহন ও চোরাচালানের সঙ্গে জড়িত হিসেবে পরিচিত।

 

এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, বারবার সতর্ক করার পরও সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক। সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।