‘ভোটের গাড়ি’ এখন দামুড়হুদায়
- সর্বশেষ আপডেট ০১:০১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
- / 68
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রচারণা চালানো ‘ভোটের গাড়ি’ এখন চুয়াডাঙ্গার দামুড়হুদায়। ‘দেশের চাবি আপনার হাতে’-এ প্রতিপাদ্য নিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভোটের গাড়ির মাধ্যমে মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী হয়।
প্রদর্শনীতে রয়েছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য, জুলাই গণ-অভ্যুত্থান, জুলাই যোদ্ধা, আবরার ফাহাদ হত্যা, ফেলানী হত্যাকাণ্ড, প্রবাসীদের ভোট, গণভোটের মাধ্যমে সংস্কার ইত্যাদি। গণভোট ও জাতীয় নির্বাচনকে সামনে রেখে ‘সুপার কারাভান’ নামে ১০টি গাড়ির বহর নিয়ে গত ২২ ডিসেম্বর এ যাত্রা শুরু করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।
এরই অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১০টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় নুরুন্নীর মার্কেটের সামনে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী পরিচালনা করা হয়।
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উবায়দুর রহমান সাহেল, উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী এবং রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয়রা চুয়াডাঙ্গা-দর্শনা সড়কে চলাচলকারী ও স্থানীয় দর্শনার্থীরা চলচ্চিত্র উপভোগ করেন।

































