কারামুক্ত সুরভীর বাসায় নাহিদ ইসলাম
- সর্বশেষ আপডেট ১১:৪৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
- / 63
গাজীপুরে চাঁদাবাজির মামলায় আলোচিত ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী সোমবার রাতে কারামুক্ত হয়েছেন। এরপর মধ্যরাতে সুরভীর টঙ্গীর বাসায় যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি সুরভীর কাছে ঘটনার বিস্তারিত শোনেন।
পরে সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন, ‘এর আগে আমরা বিভিন্ন সময় দেখেছি, কয়েকটি মিডিয়া রয়েছে তারা জুলাই গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের নামে কোনো কিছু পেলেই সত্য-মিথ্যা যাচাই না করেই ফলাও করে প্রচার করে। নির্বাচনকে সামনে রেখে এটা পরিকল্পিত চক্রান্ত হচ্ছে।’
তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের নেতাকর্মীদের সারাদেশে চাঁদাবাজ ও দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত করার জন্যই এসব মিডিয়া দিয়ে পরিকল্পনা করা হচ্ছে। প্রকৃত চাঁদাবাজদের লুকানোর জন্যই জুলাই গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা দোষারোপ করছে।’ এ সময় এনসিপির নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।
এর আগে, বুধবার মধ্যরাতে গাজীপুরের টঙ্গীর নিজ বাসা থেকে জান্নাত ওরফে সুরভীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্থানীয়রা জানান, এলাকার সেলিম মিয়ার মেয়ে তাহরিমা গতবছরের জুলাইয়ে গণ-অভ্যুত্থানের সময় সক্রিয় ছিলেন। পরে ফেসবুকে তিনি নিজেকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দেন।
গতকাল সোমবার তাহরিমা জান্নাত সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক সৈয়দ ফজলুল সাহাদী শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। পরে আসামি পক্ষের আইনজীবী জেলা ও দায়রা জজ আদালতের আদেশের বিরুদ্ধে ফৌজদারি রিভিশন দায়ের ও অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করেন। রিমান্ড মঞ্জুর করার কয়েক ঘণ্টা পরই তা বাতিল করে তাকে ৪ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন আদালত।
গত বছরের ২৫ নভেম্বর রাতে দায়ের করা ওই মামলার বিবরণে জানা যায়, গত বছরের জুলাই-অগাস্টে আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে কয়েক ধাপে অর্থ আদায় করা হয়। ওই ব্যবসায়ীকে আসামি করা, পুলিশি হয়রানি ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে এবং মীমাংসার কথা বলে বিপুল টাকা আদায় করে একটি চক্র। ওই চক্রের সঙ্গে সুরভী জড়িত ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
































