বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ
- সর্বশেষ আপডেট ০১:৪৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- / 80
বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় প্রতিক্রিয়া হিসেবে দেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
সোমবার (৫ জানুয়ারি) এ বিষয়ে দেশের সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেল ও সম্প্রচার মাধ্যমগুলোকে চিঠি দিয়েছে মন্ত্রণালয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের কোনো ম্যাচ বাংলাদেশে সম্প্রচার করা যাবে না বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।

এমতাবস্থায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)-এর সব খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ও জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
চলতি আইপিএল মৌসুমে মোস্তাফিজুর রহমানকে কোনো ফ্র্যাঞ্চাইজি দলে অন্তর্ভুক্ত না করা নিয়ে শুরু থেকেই আলোচনা-সমালোচনা চলছিল। এর আগের মৌসুমগুলোতে তিনি সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালসসহ একাধিক দলের হয়ে সফলভাবে খেলেছেন এবং গুরুত্বপূর্ণ ম্যাচে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন।
বিশেষ করে সাম্প্রতিক আন্তর্জাতিক ক্রিকেটে মোস্তাফিজের ধারাবাহিক পারফরম্যান্সের পরও তাকে আইপিএলের নিলাম ও দল গঠনে উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্রিকেট বিশ্লেষকের মতে, এটি শুধুমাত্র ক্রীড়াগত সিদ্ধান্ত নয়, বরং এর পেছনে অন্য বিবেচনাও থাকতে পারে।
মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেক ভক্ত ও ক্রীড়া বিশ্লেষক একে বাংলাদেশের ক্রিকেটের প্রতি অবমূল্যায়ন হিসেবে দেখছেন। আইপিএল বয়কটের দাবিও উঠে আসে বিভিন্ন প্ল্যাটফর্মে।
এই প্রেক্ষাপটেই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্তকে অনেকেই ‘প্রতীকী প্রতিবাদ’ হিসেবে দেখছেন।
দেশের কয়েকটি টেলিভিশন চ্যানেল ও কেবল অপারেটর সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পর তারা তাৎক্ষণিকভাবে আইপিএল সম্প্রচার বন্ধের প্রস্তুতি নিচ্ছে। কেউ কেউ ইতোমধ্যে আইপিএল সংক্রান্ত প্রচারণা ও বিজ্ঞাপনও স্থগিত করেছে।




































