ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন কমিশনের তফসিলের বিরুদ্ধে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:৩৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / 59

নির্বাচন কমিশনের তফসিলের বিরুদ্ধে হাইকোর্টে রিট।

একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের ঘোষিত তফসিল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী ইউনূস আলী আকন্দ এই রিট দায়ের করেন।

 

রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ছাড়াও নির্বাচন কমিশনের সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। জানা গেছে, চলতি সপ্তাহে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।

 

এদিকে নির্বাচন কমিশনের (ইসি) পূর্বঘোষিত তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ও যাচাই-বাছাই কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। সোমবার থেকে রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র বাতিল বা গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ কার্যক্রম শুরু করেছে ইসি।

 

এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে ১০টি বুথ স্থাপন করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে হলে প্রার্থীদের নিজ নিজ অঞ্চল অনুযায়ী নির্ধারিত বুথে আবেদন জমা দিতে হবে।

 

ইসি সূত্র জানায়, আপিল গ্রহণের সুবিধার্থে সারা দেশকে ১০টি অঞ্চলে ভাগ করা হয়েছে।

 

১ নম্বর বুথে (খুলনা অঞ্চল) মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলার আপিল গ্রহণ করা হচ্ছে।
২ নম্বর বুথে (রাজশাহী অঞ্চল) জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলার প্রার্থীরা আপিল করতে পারবেন।

 

বুথ-৩ (রংপুর অঞ্চল) এ পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা এবং বুথ-৪ (চট্টগ্রাম অঞ্চল) এ চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার প্রার্থীদের আপিল গ্রহণ করা হচ্ছে।

 

এ ছাড়া বুথ-৫ (কুমিল্লা অঞ্চল) এ ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর, বুথ-৬ (সিলেট অঞ্চল) এ সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ এবং বুথ-৭ (ঢাকা অঞ্চল) এ টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার প্রার্থীদের আপিল গ্রহণ করা হবে।

 

অন্যদিকে বুথ-৮ (ময়মনসিংহ অঞ্চল) এ জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা, বুথ-৯ (বরিশাল অঞ্চল) এ বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর এবং বুথ-১০ (ফরিদপুর অঞ্চল) এ রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার প্রার্থীদের আপিল গ্রহণ করা হবে।

 

নির্বাচন কমিশন জানিয়েছে, আপিল দায়ের কার্যক্রম শেষ হলে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনাররা দাখিল হওয়া আপিলগুলো নিষ্পত্তি করবেন। এই কার্যক্রম আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নির্বাচন কমিশনের তফসিলের বিরুদ্ধে হাইকোর্টে রিট

সর্বশেষ আপডেট ০১:৩৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬

একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের ঘোষিত তফসিল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী ইউনূস আলী আকন্দ এই রিট দায়ের করেন।

 

রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ছাড়াও নির্বাচন কমিশনের সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। জানা গেছে, চলতি সপ্তাহে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।

 

এদিকে নির্বাচন কমিশনের (ইসি) পূর্বঘোষিত তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ও যাচাই-বাছাই কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। সোমবার থেকে রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র বাতিল বা গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ কার্যক্রম শুরু করেছে ইসি।

 

এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে ১০টি বুথ স্থাপন করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে হলে প্রার্থীদের নিজ নিজ অঞ্চল অনুযায়ী নির্ধারিত বুথে আবেদন জমা দিতে হবে।

 

ইসি সূত্র জানায়, আপিল গ্রহণের সুবিধার্থে সারা দেশকে ১০টি অঞ্চলে ভাগ করা হয়েছে।

 

১ নম্বর বুথে (খুলনা অঞ্চল) মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলার আপিল গ্রহণ করা হচ্ছে।
২ নম্বর বুথে (রাজশাহী অঞ্চল) জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলার প্রার্থীরা আপিল করতে পারবেন।

 

বুথ-৩ (রংপুর অঞ্চল) এ পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা এবং বুথ-৪ (চট্টগ্রাম অঞ্চল) এ চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার প্রার্থীদের আপিল গ্রহণ করা হচ্ছে।

 

এ ছাড়া বুথ-৫ (কুমিল্লা অঞ্চল) এ ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর, বুথ-৬ (সিলেট অঞ্চল) এ সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ এবং বুথ-৭ (ঢাকা অঞ্চল) এ টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার প্রার্থীদের আপিল গ্রহণ করা হবে।

 

অন্যদিকে বুথ-৮ (ময়মনসিংহ অঞ্চল) এ জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা, বুথ-৯ (বরিশাল অঞ্চল) এ বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর এবং বুথ-১০ (ফরিদপুর অঞ্চল) এ রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার প্রার্থীদের আপিল গ্রহণ করা হবে।

 

নির্বাচন কমিশন জানিয়েছে, আপিল দায়ের কার্যক্রম শেষ হলে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনাররা দাখিল হওয়া আপিলগুলো নিষ্পত্তি করবেন। এই কার্যক্রম আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে।