হাজারীবাগে রাতের আঁধারে কুপিয়ে হত্যা
- সর্বশেষ আপডেট ০৩:০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
- / 192
রাজধানীর হাজারীবাগে বুধবার গভীর রাতে মো. শিপন (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সময় শিপনের মাথা, দুই হাত ও পায়ে গুরুতর কোপের আঘাত ছিল। হত্যার পেছনে কে বা কারা জড়িত এবং কেন এটি ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।
হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ্র জানান, “গতকাল রাত আড়াইটার দিকে খবর আসে, শিপন ঝাউচর সিয়াম স্কুল গলিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।”

শিপনকে রাত সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, শিপন হাজারীবাগ বড় মসজিদ এলাকায় বসবাস করতেন। তার বাবা শাহ আলম। স্থানীয়রা আরও জানান, রাতের এমন নির্মম হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে।
পুলিশ জানিয়েছে, হত্যার কারণ ও অভিযুক্তদের শনাক্ত করতে তল্লাশি শুরু হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটি স্থানীয় কোনো দ্বন্দ্ব বা ব্যক্তিগত শত্রুতির সঙ্গে সম্পর্কিত হতে পারে। তবে তদন্ত চলমান, হত্যার প্রকৃত কারণ জানা মাত্রই তা প্রকাশ করা হবে।


































