বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিতে মনির খান
- সর্বশেষ আপডেট ০১:৩৬:৪২ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
- / 75
জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য ৪১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কমিটিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মনির খানকে। বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীকে সদস্যসচিব করা হয়েছে।
এছাড়া ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এবং ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। প্রধান সমন্বয়কের দায়িত্বে রয়েছেন মো. ইসমাইল জবিউল্লাহ। আর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য তালিকায় মনির খানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত মনির খান। বিভিন্ন সময় সাক্ষাৎকারে জানিয়েছেন, ছাত্রজীবন থেকেই দলটির সঙ্গে জড়িত তিনি। ক্যারিয়ারের সেরা সময়ও সক্রিয় ছিলেন দলটির সঙ্গে। সেই ধারাবাহিকতায় একসময় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে বিএনপির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
এদিকে কয়েক মাস আগেই লন্ডন সফরে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গায়ক।





































