ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শুক্রবার বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এই সিদ্ধান্ত দেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় সম্পদের পূর্ণাঙ্গ বিবরণ সংযুক্ত ছিল না। নির্ধারিত ফরমে সম্পদ সংক্রান্ত তথ্য না থাকায় তা নির্বাচনী বিধি অনুযায়ী অসংগতিপূর্ণ হিসেবে বিবেচিত হয়। এই কারণেই মনোনয়ন বাতিল করা হয়েছে।
তবে নির্বাচন আইনের বিধান অনুযায়ী মাহমুদুর রহমান মান্নার আপিল করার সুযোগ এখনও খোলা রয়েছে।
এদিকে রাজনৈতিকভাবে বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ জোটগত সমঝোতার অংশ হিসেবে বগুড়া-২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। নির্বাচনী সমঝোতার মাধ্যমে এই আসনে তাকে প্রার্থী করা হয়।
এর আগে মান্নার প্রার্থিতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল ঋণখেলাপি সংক্রান্ত একটি তালিকায় তার নাম থাকায়। তবে গত ২৯ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতের আদেশে সেই বাধা দূর হয় এবং নির্বাচনে অংশগ্রহণের আইনগত সুযোগ পান তিনি।
সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, এখন আপিলের ফলাফলের দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল।


































