ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ব্যানার ফেস্টুন সরিয়ে নিচ্ছে বিএনপি

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:৩৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • / 105

বিএনপির ব্যানার অপসারণ

নগরের সৌন্দর্য রক্ষা এবং নাগরিক ভোগান্তি কমাতে রাজধানীজুড়ে নেতাকর্মীদের নামে ও বেনামে থাকা সব ধরনের ব্যানার ও ফেস্টুন অপসারণ কার্যক্রম শুরু করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী তিন দিনের মধ্যেই রাজধানীর সব ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলা হবে।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থাকা ব্যানার খুলে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

এ সময় রুহুল কবির রিজভী বলেন, রাজনৈতিক মত প্রকাশের একটি মাধ্যম হিসেবে ব্যানার-ফেস্টুন ব্যবহৃত হলেও, এর কারণে যদি নাগরিক অধিকার ক্ষুণ্ন হয় বা নগরের সৌন্দর্য নষ্ট হয়, তাহলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, কেন্দ্রীয় যুবদল এবং ছাত্রদলের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশের কিছু ব্যানার-ফেস্টুন সাময়িকভাবে রাখা হবে। তবে অন্যান্য রাজনৈতিক এগুলা দ্রুত সরিয়ে ফেলা হবে।

রিজভীর ভাষায়, একটি সভ্য নগরে রাস্তার পাশে, বাসাবাড়ির দেয়ালে বা যত্রতত্র ব্যানার টাঙানো শোভন নয়। রাজনৈতিক কর্মসূচির সময় প্রয়োজন অনুযায়ী ব্যানার ব্যবহার করা যেতে পারে, কিন্তু কর্মসূচি শেষ হলে সেগুলো অপসারণ করাও দায়িত্বের অংশ।

তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যানার অপসারণের দায়িত্ব যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশেও এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ব্যানার ফেস্টুন সরিয়ে নিচ্ছে বিএনপি

সর্বশেষ আপডেট ০১:৩৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬

নগরের সৌন্দর্য রক্ষা এবং নাগরিক ভোগান্তি কমাতে রাজধানীজুড়ে নেতাকর্মীদের নামে ও বেনামে থাকা সব ধরনের ব্যানার ও ফেস্টুন অপসারণ কার্যক্রম শুরু করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী তিন দিনের মধ্যেই রাজধানীর সব ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলা হবে।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থাকা ব্যানার খুলে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

এ সময় রুহুল কবির রিজভী বলেন, রাজনৈতিক মত প্রকাশের একটি মাধ্যম হিসেবে ব্যানার-ফেস্টুন ব্যবহৃত হলেও, এর কারণে যদি নাগরিক অধিকার ক্ষুণ্ন হয় বা নগরের সৌন্দর্য নষ্ট হয়, তাহলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, কেন্দ্রীয় যুবদল এবং ছাত্রদলের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশের কিছু ব্যানার-ফেস্টুন সাময়িকভাবে রাখা হবে। তবে অন্যান্য রাজনৈতিক এগুলা দ্রুত সরিয়ে ফেলা হবে।

রিজভীর ভাষায়, একটি সভ্য নগরে রাস্তার পাশে, বাসাবাড়ির দেয়ালে বা যত্রতত্র ব্যানার টাঙানো শোভন নয়। রাজনৈতিক কর্মসূচির সময় প্রয়োজন অনুযায়ী ব্যানার ব্যবহার করা যেতে পারে, কিন্তু কর্মসূচি শেষ হলে সেগুলো অপসারণ করাও দায়িত্বের অংশ।

তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যানার অপসারণের দায়িত্ব যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশেও এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।