পল্লী কবির জন্মদিন আজ, ফরিদপুরে জন্মবার্ষিকী পালন
- সর্বশেষ আপডেট ১২:৩২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / 105
আজ ১ জানুয়ারি পল্লী কবি জসীম উদদীনের ১২৩তম জন্মবার্ষিকী। ১৯০৩ সালের এই দিনে ফরিদপুর শহরতলীর কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে নানাবাড়িতে তিনি জন্মগ্রহণ করেন।
কবির জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার (১ জানুয়ারি) কবির অম্বিকাপুরের পৈত্রিক বাড়িতে সকালে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করেছে জসীম ফাউন্ডেশন। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।
নকশী কাথাঁর মাঠ, সোজন বাদিয়ার ঘাট, কবর কবিতাসহ অসংখ্য কালজয়ী গ্রন্থের স্রষ্টা পল্লী কবি জসীমউদদীন অম্বিকাপুরের পৈত্রিক বাড়ির ডালিম গাছের নিচে চির নিদ্রায় শায়িত আছেন। পল্লী কবির বাড়িটিকে ঘিরে বিভিন্ন সময় সরকার নানা উদ্যোগ নিলেও কবি পরিবারের অসহযোগীতার কারণে বাড়িটি এখনও অযত্ন আর অবহেলায় রয়েছে। ফলে কবির ব্যবহৃত জিনিষপত্রগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। দূর দুরান্ত থেকে আসা কবি ভক্ত ও দর্শনার্থীরা হচ্ছেন হতাশ। কবির স্মৃতিকে বাঁচিয়ে রাখতে সরকার উদ্যোগ নেবে এমন প্রত্যাশা কবিভক্ত ও দর্শনার্থীদের।
এ বিষয়ে জেলা প্রশাসক (ডিসি) ও জসীম ফাউন্ডেশনের সভাপতি কামরুল হাসান মোল্লা জানান, পল্লী কবি জসীমউদদীনের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে কবি পরিবারের সঙ্গে কথা বলে উদ্যোগ নেওয়া হবে।
১৯৭৬ সালের ১৩ মার্চ তিনি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।



































