ঢাকা ০২:৩২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের নেতৃত্বে ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর হবে: মোদি

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:০২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • / 80

Narendra Modi Tarique Rahman and S. Jaishankar

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে একটি শোকবার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো ওই শোকবার্তা বুধবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে প্রকাশ করা হয়। চিঠিতে তিনি বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক দৃঢ়প্রতিজ্ঞ ও প্রভাবশালী নেত্রী হিসেবে উল্লেখ করেন।

শোকবার্তায় নরেন্দ্র মোদি খালেদা জিয়ার সঙ্গে তাঁর ব্যক্তিগত স্মৃতিচারণ করেন এবং বাংলাদেশের উন্নয়ন ও ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি এগিয়ে যাবে এবং এতে দুই দেশের ঐতিহাসিক অংশীদারিত্ব আরও গভীর হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে এক আনুষ্ঠানিক সাক্ষাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে ভারতের প্রধানমন্ত্রীর লেখা ওই চিঠি তুলে দেন। খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতেই এস জয়শঙ্কর ঢাকায় সফর করেন।

চিঠিতে জাতীয় শোকের এই সময়ে বাংলাদেশের জনগণের প্রতি সহমর্মিতাও প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের জনগণ অতীতেও সংকট মোকাবিলায় শক্তি ও মর্যাদার পরিচয় দিয়েছে এবং ভবিষ্যতেও ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে এগিয়ে যাবে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তারেক রহমানের নেতৃত্বে ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর হবে: মোদি

সর্বশেষ আপডেট ১২:০২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে একটি শোকবার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো ওই শোকবার্তা বুধবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে প্রকাশ করা হয়। চিঠিতে তিনি বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক দৃঢ়প্রতিজ্ঞ ও প্রভাবশালী নেত্রী হিসেবে উল্লেখ করেন।

শোকবার্তায় নরেন্দ্র মোদি খালেদা জিয়ার সঙ্গে তাঁর ব্যক্তিগত স্মৃতিচারণ করেন এবং বাংলাদেশের উন্নয়ন ও ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি এগিয়ে যাবে এবং এতে দুই দেশের ঐতিহাসিক অংশীদারিত্ব আরও গভীর হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে এক আনুষ্ঠানিক সাক্ষাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে ভারতের প্রধানমন্ত্রীর লেখা ওই চিঠি তুলে দেন। খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতেই এস জয়শঙ্কর ঢাকায় সফর করেন।

চিঠিতে জাতীয় শোকের এই সময়ে বাংলাদেশের জনগণের প্রতি সহমর্মিতাও প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের জনগণ অতীতেও সংকট মোকাবিলায় শক্তি ও মর্যাদার পরিচয় দিয়েছে এবং ভবিষ্যতেও ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে এগিয়ে যাবে।