BOTOA-এর নতুন সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ
- সর্বশেষ আপডেট ০৯:৩২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / 183
বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (BOTOA)-এর ২০২৫–২০২৭ মেয়াদের নতুন সভাপতি ও পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সৈয়দ গোলাম মোহাম্মদ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. শরিফুল ইসলাম শরিফ।
নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. মহসিন ইকবাল এবং সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এ কে এম কামরুজ্জামান।
নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা হলেন—
পরিচালক (অর্থ) নাফিস আহসান চৌধুরী,
পরিচালক (আন্তর্জাতিক) ড. মোহাম্মদ রাশেদুল হাসান,
পরিচালক (ট্রেড ও ফেয়ার) মোহাম্মদ শাহাদাত রশিদ,
পরিচালক (লিগ্যাল অ্যাফেয়ার্স) মো. আফসু হাউলাদার,
পরিচালক (প্রশিক্ষণ ও শিক্ষা) মো. মেহেদী হাসান,
পরিচালক (জনসংযোগ) মো. আবু ইউসুফ এবং
পরিচালক (মিডিয়া ও প্রকাশনা) রবিন লাল।
নবনির্বাচিত সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদ এক প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশের আউটবাউন্ড ট্যুরিজম শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ট্যুরিজম খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, নতুন কমিটি আগামী দুই বছরে সদস্যদের স্বার্থ সংরক্ষণ, আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ, প্রশিক্ষণ কার্যক্রম জোরদার এবং দেশের আউটবাউন্ড ট্যুরিজম শিল্পকে আরও সংগঠিত ও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবে।
নতুন নেতৃত্বের মাধ্যমে BOTOA-এর কার্যক্রমে গতিশীলতা আসবে এবং দেশের আউটবাউন্ড ট্যুরিজম খাতে ইতিবাচক পরিবর্তন হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।





































