অবরোধ তুলে নিয়েছে ইনকিলাব মঞ্চ
- সর্বশেষ আপডেট ১১:৫৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- / 98
আগামী ২৪ দিনের মধ্যে শহিদ ওসমান হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত, গোয়েন্দা সংস্থায় আওয়ামী লীগের দোসরদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনাসহ ৪ দফা দাবি জানিয়ে অবরোধ তুলে নিয়েছে ইনকিলাব মঞ্চ। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ২টায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রজনতাকে শাহবাগে যোগ হওয়ার আহ্বান জানানো হয়েছে।
রোববার রাতে টানা ৩ দিনের বিক্ষোভ সমাবেশ শেষে এই ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের। একই সাথে বাংলাদেশের কর্মরত সকল ভারতীয় নাগরিকে ওয়ার্ক পারমিট বাতিল ও শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলার দাবি জানানো হয়।
এসময় কোনো ষড়যন্ত্র, হুমকি হাদির হত্যার বিচার ঠেকাতে পারবে না বলে হুশিয়ারি দেন ইনকিলাব মঞ্চের নেতারা। এসময় তারা অভিযোগ করে বলেন, তাদের এই আন্দোলন দমাতে বিভিন্ন মহল থেকে হুমকি দেয়া হচ্ছে। তবে হাদিকে যারা ভালবাসে তাদের সাথে হাদির খুনিদের বিচারের দাবি আদায় করা হবে বলেও মন্তব্য করেন তারা।
































