ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আমজনতার দলে যোগ দিলেন হিরো আলম

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:২৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • / 93

আমজনতার দলে হিরো আলম

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও রাজনৈতিক আলোচনার পরিচিত মুখ আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত, ‘আমজনতার দলে’ যোগ দিতে যাচ্ছেন। সদ্য নিবন্ধন পাওয়া দলটির নেতা মো. তারেক রহমানের সঙ্গে এ বিষয়েhi একাধিকবার সাক্ষাৎও করেছেন তিনি। শিগগিরই আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেবেন বলে জানিয়েছেন আশরাফুল আলম।

রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যেই এবার রাজনৈতিক দলের ব্যানারে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “যেহেতু আগামী নির্বাচনে অংশ নিচ্ছি, তাই ভাবলাম এবার আর স্বতন্ত্র না, রাজনৈতিক দলের অধীনেই নির্বাচন করি।”

হিরো আলম জানান, এর আগে তিনি কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তবে আদর্শগত মিল না থাকায় সেসব দলে যোগ দেননি। তিনি বলেন, “তারেক ভাইয়ের সঙ্গে বেশ কয়েকবার আলাপ হয়েছে। শেষে আমি তার আমজনতার দলেই যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

তবে আমজনতার দলের পক্ষ থেকে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলে জানা গেছে। দলটি বৈঠকের মাধ্যমে হিরো আলমকে অন্তর্ভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এ বিষয়ে আমজনতার দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লাহ আল হুসাইন বলেন, “হিরো আলম আমাদের দলে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে আমরা বৈঠক করে পরে সিদ্ধান্ত নেব।”

এদিকে হিরো আলম জানিয়েছেন, তিনি ঢাকা নয়, নিজ এলাকা বগুড়া থেকেই নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আমজনতার দলে যোগ দিলেন হিরো আলম

সর্বশেষ আপডেট ০৭:২৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও রাজনৈতিক আলোচনার পরিচিত মুখ আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত, ‘আমজনতার দলে’ যোগ দিতে যাচ্ছেন। সদ্য নিবন্ধন পাওয়া দলটির নেতা মো. তারেক রহমানের সঙ্গে এ বিষয়েhi একাধিকবার সাক্ষাৎও করেছেন তিনি। শিগগিরই আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেবেন বলে জানিয়েছেন আশরাফুল আলম।

রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যেই এবার রাজনৈতিক দলের ব্যানারে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “যেহেতু আগামী নির্বাচনে অংশ নিচ্ছি, তাই ভাবলাম এবার আর স্বতন্ত্র না, রাজনৈতিক দলের অধীনেই নির্বাচন করি।”

হিরো আলম জানান, এর আগে তিনি কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তবে আদর্শগত মিল না থাকায় সেসব দলে যোগ দেননি। তিনি বলেন, “তারেক ভাইয়ের সঙ্গে বেশ কয়েকবার আলাপ হয়েছে। শেষে আমি তার আমজনতার দলেই যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

তবে আমজনতার দলের পক্ষ থেকে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলে জানা গেছে। দলটি বৈঠকের মাধ্যমে হিরো আলমকে অন্তর্ভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এ বিষয়ে আমজনতার দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লাহ আল হুসাইন বলেন, “হিরো আলম আমাদের দলে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে আমরা বৈঠক করে পরে সিদ্ধান্ত নেব।”

এদিকে হিরো আলম জানিয়েছেন, তিনি ঢাকা নয়, নিজ এলাকা বগুড়া থেকেই নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।