ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা ১৭ আসনে নির্বাচনে করবেন তারেক রহমান

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:৩৭:১১ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • / 79

তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৭ সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রোববার (২৮ ডিসেম্বর) সকালে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার সকাল সাড়ে ১১টার দিকে সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল।

এর আগে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, তারেক রহমান বগুড়া–৬ আসনের পাশাপাশি ঢাকা–১৭ আসন থেকেও নির্বাচনে অংশ নেবেন। একই সময়ে ঢাকা–১৭ আসন ছেড়ে ভোলা–১ আসন থেকে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

দলীয় সূত্রে জানা গেছে, দেশে ফেরার পর ঢাকা–১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেন তারেক রহমান। পরবর্তীতে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের অনুরোধে তিনি এই আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নেন। তারেক রহমানের এ সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে ঢাকা–১৭ আসন ছেড়ে ভোলা–১ আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দেন আন্দালিব রহমান পার্থ।

উল্লেখ্য, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোলা–১ আসন থেকে বিএনপির সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আন্দালিব রহমান পার্থ। তাঁর বাবা প্রয়াত নাজিউর রহমান মঞ্জুও একই আসনের সংসদ সদস্য ছিলেন।

এদিকে, এর আগে বগুড়া–৬ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বগুড়া–৭, ফেনী–১ ও দিনাজপুর–৩—এই তিনটি আসন থেকে নির্বাচনে অংশ নেবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাকা ১৭ আসনে নির্বাচনে করবেন তারেক রহমান

সর্বশেষ আপডেট ০১:৩৭:১১ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৭ সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রোববার (২৮ ডিসেম্বর) সকালে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার সকাল সাড়ে ১১টার দিকে সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল।

এর আগে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, তারেক রহমান বগুড়া–৬ আসনের পাশাপাশি ঢাকা–১৭ আসন থেকেও নির্বাচনে অংশ নেবেন। একই সময়ে ঢাকা–১৭ আসন ছেড়ে ভোলা–১ আসন থেকে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

দলীয় সূত্রে জানা গেছে, দেশে ফেরার পর ঢাকা–১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেন তারেক রহমান। পরবর্তীতে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের অনুরোধে তিনি এই আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নেন। তারেক রহমানের এ সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে ঢাকা–১৭ আসন ছেড়ে ভোলা–১ আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দেন আন্দালিব রহমান পার্থ।

উল্লেখ্য, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোলা–১ আসন থেকে বিএনপির সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আন্দালিব রহমান পার্থ। তাঁর বাবা প্রয়াত নাজিউর রহমান মঞ্জুও একই আসনের সংসদ সদস্য ছিলেন।

এদিকে, এর আগে বগুড়া–৬ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বগুড়া–৭, ফেনী–১ ও দিনাজপুর–৩—এই তিনটি আসন থেকে নির্বাচনে অংশ নেবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।