চায়ের দোকানে প্রাইভেটকার, নিহত ১
- সর্বশেষ আপডেট ১২:২৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / 57
ঝিনাইদহের মহেশপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ায় ইব্রাহিম হোসেন ইব্রা (৭২) নামে এক চা বিক্রেতা নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার শিশুতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম উপজেলার রাখালভোগা গ্রামের মৃত আলিম মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জীবননগর থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার মহেশপুরের দিকে যাচ্ছিল। সে সময় শিশুতলা বাজার এলাকায় পৌঁছালে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি চায়ের দোকানে ঢুকে যায়। প্রাইভেটকারের ধাক্কায় দোকানটি ভেঙে ঘটনাস্থলেই ইব্রাহীম হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনায়স্থলে গিয়ে প্রাইভেটকারটি আটক করে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
































