ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আজ ভোটার হবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৪৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / 92

নির্বাচনে অংশ নিতে আজ ভোটার তালিকায় নাম লেখাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই দিনে তিনি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ করবেন বলে জানা গেছে। এ ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

গত ১৮ নভেম্বর নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। তালিকা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। তবে এই তালিকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম নেই।

বিএনপির পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে, তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। এ লক্ষ্যে তার পক্ষে মনোনয়ন ফরমও সংগ্রহ করা হয়েছে।

আইন অনুযায়ী ভোটার না হলে নির্বাচনে প্রার্থী হওয়া সম্ভব নয়। এ কারণে বিএনপি জানিয়েছে, শনিবার ভোটার হবেন তারেক রহমান। এ জন্য তিনি নির্বাচন কমিশনে যাবেন।

এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল ঘোষণার পর ভোটার হওয়ার আইনি সুযোগ রয়েছে কি না এমন প্রশ্নে নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকা আইন ২০০৯-এর ১৫ ধারা অনুযায়ী তারেক রহমান ভোটার হতে পারবেন।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আইনগত কোনো বাধা নেই। নির্বাচন কমিশন যে কোনো সময় যে কাউকে ভোটার করতে পারে। ভোটার রেজিস্ট্রেশন আইন ২০০৯-এর ১৫ ধারা প্রয়োগ করে আমরা তা করতে পারি।

এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আজ ভোটার হবেন তারেক রহমান

সর্বশেষ আপডেট ১০:৪৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

নির্বাচনে অংশ নিতে আজ ভোটার তালিকায় নাম লেখাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই দিনে তিনি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ করবেন বলে জানা গেছে। এ ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

গত ১৮ নভেম্বর নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। তালিকা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। তবে এই তালিকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম নেই।

বিএনপির পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে, তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। এ লক্ষ্যে তার পক্ষে মনোনয়ন ফরমও সংগ্রহ করা হয়েছে।

আইন অনুযায়ী ভোটার না হলে নির্বাচনে প্রার্থী হওয়া সম্ভব নয়। এ কারণে বিএনপি জানিয়েছে, শনিবার ভোটার হবেন তারেক রহমান। এ জন্য তিনি নির্বাচন কমিশনে যাবেন।

এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল ঘোষণার পর ভোটার হওয়ার আইনি সুযোগ রয়েছে কি না এমন প্রশ্নে নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকা আইন ২০০৯-এর ১৫ ধারা অনুযায়ী তারেক রহমান ভোটার হতে পারবেন।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আইনগত কোনো বাধা নেই। নির্বাচন কমিশন যে কোনো সময় যে কাউকে ভোটার করতে পারে। ভোটার রেজিস্ট্রেশন আইন ২০০৯-এর ১৫ ধারা প্রয়োগ করে আমরা তা করতে পারি।

এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে।