অসুস্থ মায়ের পাশে তারেক রহমান
- সর্বশেষ আপডেট ১০:৪৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
- / 68
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে প্রথম দিনেই অসুস্থ মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে সময় কাটাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মায়ের সঙ্গে সাক্ষাৎ ও সময় কাটানো শেষে তিনি গুলশানের বাসার উদ্দেশে হাসপাতাল ত্যাগ করেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে তারেক রহমান এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন।
এর আগে সন্ধ্যা ৫টা ৫২ মিনিটের দিকে তিনি হাসপাতালে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন দলের শীর্ষ নেতারা।তারেক রহমান হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ আগেই সেখানে যান তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
তারেক রহমানকে বহনকারী বাসটি হাসপাতালের গেটে পৌঁছালে তিনি বাস থেকে নেমে হেঁটে ভেতরে প্রবেশ করেন।
এর আগে গণসংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তারেক রহমান বলেন, “প্রিয় ভাই-বোনেরা, একজন সন্তান হিসেবে আমার মন পড়ে আছে আমার মায়ের বিছানার পাশে, সেই হাসপাতালের ঘরে। কিন্তু যাদের জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন—অর্থাৎ আপনারা—এই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না। তাই হাসপাতালে যাওয়ার আগে আপনাদের প্রতি এবং টেলিভিশনের মাধ্যমে সমগ্র বাংলাদেশে যারা আমাকে দেখছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানাতে আমি এখানে দাঁড়িয়েছি।”
এদিকে তারেক রহমানের আগমনকে ঘিরে সকাল থেকেই এভারকেয়ার হাসপাতালের গেটে অবস্থান নেন বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীরা। নিরাপত্তা বলয় অতিক্রম করে তারেক রহমানকে বহনকারী গাড়ি হাসপাতাল চত্বরে প্রবেশের সময় কর্মী-সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায়। দলীয় পতাকা ও ফেস্টুন হাতে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। যদিও দলের পক্ষ থেকে হাসপাতাল এলাকায় স্লোগান দিতে নিষেধ করা হয়েছিল।































