চট্টগ্রামে রেলওয়ের ওয়ার্কশপে আগুন
- সর্বশেষ আপডেট ০১:০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- / 71
চট্টগ্রামে রেলওয়ের পাহাড়তলী ওয়ার্কশপে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। যা রহস্যজনক মনে করছেন সংশ্লিষ্ট অনেকেই। মঙ্গলবার রাত ১০টার দিকে ওয়ার্কশপের পুরাতন স্ক্র্যাপ মালামালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, রাত ১০টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছুই জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ওয়ার্কশপের তথ্যমতে, স্ক্র্যাপ মালামালগুলো নিলামে বিক্রি হওয়া। সেগুলো কেটে কেটে টুকরো করা হচ্ছে। গ্যাস হোল্ডার দিয়ে কাটার ফলে সেখানে আগুনের ফুলকি ও মালামাল তাপে গরম হয়ে সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। পরে আগুন দেখে আরএনবি ও আনসার সদস্যরা ফায়ার সার্ভিসে খবর দেয়।
বাংলাদেশ রেলওয়ে পাহাড়তলীর বিভাগীয় তত্ত্বাবধায়ক (কারখানা) মোস্তফা জাকির হাসান বলেন, ওয়ার্কশপের পুরাতন স্ক্র্যাপ মালামালে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি কিছুই জানেন না বলে জানান।




































