ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কবরস্থান থেকে ২টি পিস্তল, ১৭ রাউন্ড গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও
  • সর্বশেষ আপডেট ০১:২৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • / 70

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীয় বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন দুইটি বিদেশি পিস্তল,চারটি ম্যাগজিন ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখার পুলিশ (ডিবি)। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (এসপি, প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে-একটি ৭ দশমিক ৬৫ এমএম বোরের বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিনসহ ১০ রাউন্ড তাজা গুলি একটি ৯ এমএম বোরের বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিনসহ ৭ রাউন্ড তাজা গুলি।

পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে গত ২১ ডিসেম্বর রাতে জেলা গোয়েন্দা শাখা পুলিশের (ডিবি)অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল বালিয়াডাঙ্গী থানা এলাকায় সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান চালায়। এদিন রাত দেড়টার দিকে উপজেলার বালিয়া পুকুর গ্রামের বালিয়া বাজারের সড়কের পাশে কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ জব্দ দেখিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে এসপি খোদাদাদ হোসেন জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সন্ত্রাস দমনে ঠাকুরগাঁও জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কবরস্থান থেকে ২টি পিস্তল, ১৭ রাউন্ড গুলি উদ্ধার

সর্বশেষ আপডেট ০১:২৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীয় বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন দুইটি বিদেশি পিস্তল,চারটি ম্যাগজিন ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখার পুলিশ (ডিবি)। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (এসপি, প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে-একটি ৭ দশমিক ৬৫ এমএম বোরের বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিনসহ ১০ রাউন্ড তাজা গুলি একটি ৯ এমএম বোরের বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিনসহ ৭ রাউন্ড তাজা গুলি।

পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে গত ২১ ডিসেম্বর রাতে জেলা গোয়েন্দা শাখা পুলিশের (ডিবি)অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল বালিয়াডাঙ্গী থানা এলাকায় সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান চালায়। এদিন রাত দেড়টার দিকে উপজেলার বালিয়া পুকুর গ্রামের বালিয়া বাজারের সড়কের পাশে কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ জব্দ দেখিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে এসপি খোদাদাদ হোসেন জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সন্ত্রাস দমনে ঠাকুরগাঁও জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।