মঞ্চেই হেনস্তা! কাপড় ধরে টানায় অঝোরে কাঁদলেন নিধি
- সর্বশেষ আপডেট ১২:০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / 127
কিছুদিন আগে হায়দরাবাদের লুলু মলে দক্ষিণী সুপারস্টার প্রভাস অভিনীত নতুন ছবি ‘রাজা সাব’–এর জনপ্রিয় গান ‘সাহানা সাহানা’ এর লঞ্চিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উৎসবমুখর সেই আয়োজন মুহূর্তের মধ্যেই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে, যখন ভক্তদের ভিড়ে প্রকাশ্যেই শারীরিক হেনস্তার শিকার হন ছবির অন্যতম প্রধান অভিনেত্রী নিধি আগারওয়াল।
অনুষ্ঠানে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থার অভাব এবং নিয়ন্ত্রণহীন ভিড়ের কারণে আতঙ্কিত হয়ে পড়েন অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় ভক্তরা তাকে ঘিরে ধরেন। সেলফি তোলা ও কাছে যাওয়ার চেষ্টায় পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
দেহরক্ষীরা নিধিকে গাড়ির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও ভিড়ের ধাক্কাধাক্কিতে তাকে অত্যন্ত অস্বস্তিকর অবস্থায় পড়তে দেখা যায়। ভিডিওতে আরও দেখা যায়, নিজের ওড়না শক্ত করে ধরে রাখতে এবং পোশাক ঠিক করতে বাধ্য হচ্ছেন তিনি। গাড়িতে ওঠার পর তার মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ ফুটে ওঠে এবং একপর্যায়ে তাকে কান্নায় ভেঙে পড়তেও দেখা যায়।
এই ঘটনায় অনুষ্ঠান আয়োজকদের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করছেন, বিপুল জনসমাগম সামলানোর মতো পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে ভক্তদের আচরণের বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়। নেটিজেনদের একাংশ মন্তব্য করেন, এটি অত্যন্ত নিন্দনীয় এবং একজন শিল্পীর নিরাপত্তা নিশ্চিত না করা চরম দায়িত্বহীনতা। কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেন, পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারত।
ঘটনার প্রেক্ষিতে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করেছে বলে জানা গেছে।
উল্লেখ্য, মারুতি পরিচালিত ‘রাজা সাব’ একটি হরর-কমেডি ঘরানার চলচ্চিত্র। এতে প্রভাসের পাশাপাশি অভিনয় করছেন মালবিকা মোহনন ও নিধি আগারওয়াল। ছবিটি আগামী ৯ জানুয়ারি ২০২৬ মুক্তি পাওয়ার কথা রয়েছে।





































