সাতক্ষীরায় কোটি টাকার মাদকসহ চোরাচালানি পণ্য উদ্ধার
- সর্বশেষ আপডেট ০৭:৩২:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
- / 66
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২১ কোটি ৩৫ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। রবিবার (২১ ডিসেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তলুইগাছা, মাদরা, হিজলদী, সুলতানপুর, চান্দুরিয়া বিওপি এবং ব্যাটালিয়ন সদর ও বাঁকাল চেকপোস্ট ঘিরে পরিচালিত এ অভিযানে ৪.২৫০ কেজি মেথ আইস, ৪০ বোতল Wincerex সিরাপ, মদসহ বিপুল পরিমাণ ভারতীয় আগরবাতি, বিড়ি ও ওষুধ জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২১ কোটি ৩৫ লাখ ৭৩ হাজার টাকা।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে সাতক্ষীরা সদর ও কলারোয়ার বিভিন্ন স্থানে এসব পণ্য উদ্ধার করা হয় বলে জানিয়েছে বিজিবি। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, শুল্ককর ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে পণ্য পাচার করা হচ্ছিল। এতে রাষ্ট্রের রাজস্ব ক্ষতি হওয়ার পাশাপাশি স্থানীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া বিপুল পরিমাণ মাদক জব্দ হওয়ায় যুবসমাজকে মাদকের কুফল থেকে রক্ষা পেতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেছে বিজিবি।
উদ্ধারকৃত পণ্য সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক কাজী আশিকুর রহমান।



































