ঢাকা ১০:২৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, হাসপাতালে ভর্তি নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:৫৭:০০ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • / 102

নোরা ফাতেহি

মুম্বাইয়ের ব্যস্ত সড়কে এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে হঠাৎ তাঁর গাড়িতে আরেকটি গাড়ি সজোরে ধাক্কা দিলে তিনি আহত হন। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, দুর্ঘটনায় নোরার মাথায় আঘাত লাগে, যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় কনকাশন বলা হয়।

জানা গেছে, আন্তর্জাতিক সংগীত আয়োজন সানবার্ন ফেস্টিভ্যাল-এ অংশ নেওয়ার উদ্দেশ্যে অনুষ্ঠানস্থলের দিকে যাচ্ছিলেন নোরা ফাতেহি। সেখানে মার্কিন ডিজে ডেভিড গেটার সঙ্গে পারফর্ম করার কথা রয়েছে তাঁর। পথিমধ্যে একটি দ্রুতগতির গাড়ি নোরার গাড়িকে ধাক্কা দেয়। প্রাথমিক পুলিশি তদন্তে জানা যায়, দুর্ঘটনায় জড়িত গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন।

দুর্ঘটনার পরপরই নোরা ফাতেহিকে দ্রুত নিকটবর্তী একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা করেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তাঁর শরীরে কোনো গুরুতর আঘাত বা অভ্যন্তরীণ রক্তক্ষরণ পাওয়া যায়নি। তবে মাথায় আঘাত পাওয়ায় তাঁকে সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

শারীরিক অসুস্থতা সত্ত্বেও ভক্তদের নিরাশ না করতে সানবার্ন ফেস্টিভ্যালে পারফর্ম করার সিদ্ধান্তে অনড় রয়েছেন নোরা ফাতেহি। ওই কনসার্টে ডেভিড গেটা ও মার্কিন সংগীতশিল্পী সিয়ারার সঙ্গে তাঁর নতুন একটি আন্তর্জাতিক সিঙ্গেলের ঝলক উপস্থাপনের কথা রয়েছে।

ক্যারিয়ারের দিক থেকেও নোরা ফাতেহির সময়টা বেশ ব্যস্ত ও সফল। সম্প্রতি প্রথম বলিউড অভিনেত্রী হিসেবে তিনি আন্তর্জাতিকভাবে পরিচিত ‘দ্য জিমি ফ্যাশন শো’-তে অংশ নিয়ে আলোচনায় আসেন। সেখানে জ্যামাইকান গায়িকা শেনসিয়ার সঙ্গে তাঁর পারফরম্যান্স ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সংগীতের পাশাপাশি অভিনয়েও নিয়মিত কাজ করে যাচ্ছেন নোরা। সামনে মুক্তি পেতে যাওয়া দক্ষিণী সিনেমা ‘কাঞ্চনা ৪’‘কেডি : দ্য ডেভিল’-এ তাঁকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। এ ছাড়া চলতি বছর ‘বি হ্যাপি’, ‘উফ ইয়ে সিয়াপা’ এবং ইশান খাট্টারের বিপরীতে ওয়েব সিরিজ ‘দ্য রয়্যালস’-এ তাঁর উপস্থিতি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, হাসপাতালে ভর্তি নোরা ফাতেহি

সর্বশেষ আপডেট ০৪:৫৭:০০ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

মুম্বাইয়ের ব্যস্ত সড়কে এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে হঠাৎ তাঁর গাড়িতে আরেকটি গাড়ি সজোরে ধাক্কা দিলে তিনি আহত হন। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, দুর্ঘটনায় নোরার মাথায় আঘাত লাগে, যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় কনকাশন বলা হয়।

জানা গেছে, আন্তর্জাতিক সংগীত আয়োজন সানবার্ন ফেস্টিভ্যাল-এ অংশ নেওয়ার উদ্দেশ্যে অনুষ্ঠানস্থলের দিকে যাচ্ছিলেন নোরা ফাতেহি। সেখানে মার্কিন ডিজে ডেভিড গেটার সঙ্গে পারফর্ম করার কথা রয়েছে তাঁর। পথিমধ্যে একটি দ্রুতগতির গাড়ি নোরার গাড়িকে ধাক্কা দেয়। প্রাথমিক পুলিশি তদন্তে জানা যায়, দুর্ঘটনায় জড়িত গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন।

দুর্ঘটনার পরপরই নোরা ফাতেহিকে দ্রুত নিকটবর্তী একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা করেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তাঁর শরীরে কোনো গুরুতর আঘাত বা অভ্যন্তরীণ রক্তক্ষরণ পাওয়া যায়নি। তবে মাথায় আঘাত পাওয়ায় তাঁকে সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

শারীরিক অসুস্থতা সত্ত্বেও ভক্তদের নিরাশ না করতে সানবার্ন ফেস্টিভ্যালে পারফর্ম করার সিদ্ধান্তে অনড় রয়েছেন নোরা ফাতেহি। ওই কনসার্টে ডেভিড গেটা ও মার্কিন সংগীতশিল্পী সিয়ারার সঙ্গে তাঁর নতুন একটি আন্তর্জাতিক সিঙ্গেলের ঝলক উপস্থাপনের কথা রয়েছে।

ক্যারিয়ারের দিক থেকেও নোরা ফাতেহির সময়টা বেশ ব্যস্ত ও সফল। সম্প্রতি প্রথম বলিউড অভিনেত্রী হিসেবে তিনি আন্তর্জাতিকভাবে পরিচিত ‘দ্য জিমি ফ্যাশন শো’-তে অংশ নিয়ে আলোচনায় আসেন। সেখানে জ্যামাইকান গায়িকা শেনসিয়ার সঙ্গে তাঁর পারফরম্যান্স ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সংগীতের পাশাপাশি অভিনয়েও নিয়মিত কাজ করে যাচ্ছেন নোরা। সামনে মুক্তি পেতে যাওয়া দক্ষিণী সিনেমা ‘কাঞ্চনা ৪’‘কেডি : দ্য ডেভিল’-এ তাঁকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। এ ছাড়া চলতি বছর ‘বি হ্যাপি’, ‘উফ ইয়ে সিয়াপা’ এবং ইশান খাট্টারের বিপরীতে ওয়েব সিরিজ ‘দ্য রয়্যালস’-এ তাঁর উপস্থিতি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে।