জেঁকে বসছে শীত, কমবে তাপমাত্রা
- সর্বশেষ আপডেট ১১:১৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
- / 98
সারাদেশে শীতের আমেজ আরও তীব্র হওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (২১ ডিসেম্বর) দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। একই সঙ্গে আগামী পাঁচ দিনের মধ্যে দেশের তাপমাত্রা আরও কমে শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে।
সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিস বলছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আজ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। বিশেষ করে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে কুয়াশার দাপট বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
আগামীকাল সোমবার উত্তর ও পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য স্থানে হালকা কুয়াশা দেখা দিতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া মঙ্গলবার কুয়াশা কিছুটা কমলেও বুধবার থেকে পুনরায় রাত ও দিনের তাপমাত্রা কমতে শুরু করবে।
আবহাওয়াবিদদের মতে, ডিসেম্বরের শেষ দিকে তাপমাত্রার এই নিম্নমুখী প্রবণতা শৈত্যপ্রবাহের আভাস দিচ্ছে। নদী অববাহিকা ও গ্রামাঞ্চলে কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসতে পারে, যা যান চলাচলেও বিঘ্ন ঘটাতে পারে।
































