ভালুকায় সনাতন যুবক হত্যায় সাতজন আটক
- সর্বশেষ আপডেট ১২:৪৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- / 72
ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় সাতজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-১৪ জানায়, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে- মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিঝুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) ও মো. মিরাজ হোসেন আকন (৪৬) নামে সাত যুবককে।
গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ধর্মীয় কটূক্তির অভিযোগ তুলে দিপু চন্দ্র দাস (২৭) নামে এক পোশাকশ্রমিককে মারধর করা হয়। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় তিনি মারা যান।
এরপর কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকায় তার মরদেহে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত লোকজন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত দিপু চন্দ্র দাস ছিলেন জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড-এর শ্রমিক। তিনি তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামের বাসিন্দা রবি চন্দ্র দাসের ছেলে।
ঘটনার পর নিহতের ভাই বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১৫০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।




































