ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন, সুইজারল্যান্ডে নতুন দূতাবাস স্থাপন

নিজস্ব প্রতিবদেক
  • সর্বশেষ আপডেট ০৮:৩৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • / 85

প্রধান উপদেষ্টা ড. ইউনূস

গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ এবং সুইজারল্যান্ডের বার্নে বাংলাদেশের নতুন দূতাবাস স্থাপনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এসব অনুমোদন দেয়া হয়।

গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর খসড়া নীতিগত এবং চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নতুন অধ্যাদেশের ফলে, যদি কোনো ব্যক্তি অন্তত পাঁচ বছর ধরে গুম হয়ে যান এবং জীবিত ফিরে না আসেন, তবে ট্রাইবুন্যাল তাকে আনুষ্ঠানিকভাবে ‘ডিসাপিয়ার্ড’ বা ‘গুম’ ঘোষণা করতে পারবে।

অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে যে, সরকার ‘গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইবুনাল’ গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিতে পারবে। ভুক্তভোগী বা অভিযোগকারী ব্যক্তি নিজে ট্রাইবুনালে আইনজীবী নিয়োগ করতে পারবেন। এছাড়া, গুম হওয়া ব্যক্তির স্ত্রী বা তার পরিবারের সদস্যরা কমিশনের পূর্বানুমতি ব্যতিরেকে গুম হওয়া ব্যক্তির সম্পত্তি ব্যবহার করতে পারবেন।

বাংলাদেশ হাওড় ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ ২০২৫-এর মাধ্যমে হাওড় ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের দায়িত্ব, কর্তৃত্ব ও অধিক্ষেত্র নির্ধারণ করা হবে। অধ্যাদেশে হাওর ও জলাভূমি এলাকার জীববৈচিত্র্য, পরিবেশ এবং প্রতিবেশ সংরক্ষণের জন্য সুরক্ষা বিধান রাখা হয়েছে।

এছাড়া, হাওর ও জলাভূমি এলাকা সংরক্ষিত ঘোষণা করার বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে। নিষিদ্ধ কার্যক্রমগুলো স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে এবং এসব কার্যক্রম সংঘটিত হলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। হাওর ও জলাভূমি এলাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অধিদপ্তরের মতামত নেওয়ার বাধ্যবাধকতাও আরোপ করা হয়েছে।

বৈঠকে সুইজারল্যান্ডের রাজধানী বার্নে বাংলাদেশের নতুন দূতাবাস স্থাপনের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। বর্তমানে, স্বাধীনতা পরবর্তী সময়ে সুইজারল্যান্ডের জেনেভাতে বাংলাদেশের পার্মানেন্ট মিশন রয়েছে, কিন্তু বার্নে বাংলাদেশের কোনো দূতাবাস ছিল না। নতুন দূতাবাস স্থাপনের মাধ্যমে সুইজারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, প্রাথমিকভাবে এক রাষ্ট্রদূত, একজন ফার্স্ট সেক্রেটারি এবং কিছু কর্মকর্তা-কর্মচারী নিয়ে দূতাবাসের কার্যক্রম শুরু হবে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের ৮২টি মিশন অফিস রয়েছে।

এছাড়া, উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে জুলাই মাসে গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির স্বাস্থ্য সম্পর্কে। তার শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণণ নিয়মিতভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে যোগাযোগ রেখে তার চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গতকাল সিঙ্গাপুর পৌঁছেছেন এবং তিনি সরাসরি শরিফ ওসমান হাদির চিকিৎসার তদারকি করছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন, সুইজারল্যান্ডে নতুন দূতাবাস স্থাপন

সর্বশেষ আপডেট ০৮:৩৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ এবং সুইজারল্যান্ডের বার্নে বাংলাদেশের নতুন দূতাবাস স্থাপনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এসব অনুমোদন দেয়া হয়।

গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর খসড়া নীতিগত এবং চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নতুন অধ্যাদেশের ফলে, যদি কোনো ব্যক্তি অন্তত পাঁচ বছর ধরে গুম হয়ে যান এবং জীবিত ফিরে না আসেন, তবে ট্রাইবুন্যাল তাকে আনুষ্ঠানিকভাবে ‘ডিসাপিয়ার্ড’ বা ‘গুম’ ঘোষণা করতে পারবে।

অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে যে, সরকার ‘গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইবুনাল’ গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিতে পারবে। ভুক্তভোগী বা অভিযোগকারী ব্যক্তি নিজে ট্রাইবুনালে আইনজীবী নিয়োগ করতে পারবেন। এছাড়া, গুম হওয়া ব্যক্তির স্ত্রী বা তার পরিবারের সদস্যরা কমিশনের পূর্বানুমতি ব্যতিরেকে গুম হওয়া ব্যক্তির সম্পত্তি ব্যবহার করতে পারবেন।

বাংলাদেশ হাওড় ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ ২০২৫-এর মাধ্যমে হাওড় ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের দায়িত্ব, কর্তৃত্ব ও অধিক্ষেত্র নির্ধারণ করা হবে। অধ্যাদেশে হাওর ও জলাভূমি এলাকার জীববৈচিত্র্য, পরিবেশ এবং প্রতিবেশ সংরক্ষণের জন্য সুরক্ষা বিধান রাখা হয়েছে।

এছাড়া, হাওর ও জলাভূমি এলাকা সংরক্ষিত ঘোষণা করার বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে। নিষিদ্ধ কার্যক্রমগুলো স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে এবং এসব কার্যক্রম সংঘটিত হলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। হাওর ও জলাভূমি এলাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অধিদপ্তরের মতামত নেওয়ার বাধ্যবাধকতাও আরোপ করা হয়েছে।

বৈঠকে সুইজারল্যান্ডের রাজধানী বার্নে বাংলাদেশের নতুন দূতাবাস স্থাপনের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। বর্তমানে, স্বাধীনতা পরবর্তী সময়ে সুইজারল্যান্ডের জেনেভাতে বাংলাদেশের পার্মানেন্ট মিশন রয়েছে, কিন্তু বার্নে বাংলাদেশের কোনো দূতাবাস ছিল না। নতুন দূতাবাস স্থাপনের মাধ্যমে সুইজারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, প্রাথমিকভাবে এক রাষ্ট্রদূত, একজন ফার্স্ট সেক্রেটারি এবং কিছু কর্মকর্তা-কর্মচারী নিয়ে দূতাবাসের কার্যক্রম শুরু হবে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের ৮২টি মিশন অফিস রয়েছে।

এছাড়া, উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে জুলাই মাসে গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির স্বাস্থ্য সম্পর্কে। তার শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণণ নিয়মিতভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে যোগাযোগ রেখে তার চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গতকাল সিঙ্গাপুর পৌঁছেছেন এবং তিনি সরাসরি শরিফ ওসমান হাদির চিকিৎসার তদারকি করছেন।