ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জাকির খানের নিরাপত্তা চেয়ে থানায় মায়ের জিডি

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০১:১৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • / 116

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করা হয়েছে। তাঁর মা আছিয়া বেগম ৭ ডিসেম্বর নারায়ণগঞ্জ সদর মডেল থানায় জিডি করেন। বিষয়টি বুধবার (১৭ ডিসেম্বর) সামনে আসে।

জিডিতে বলা হয়েছে, বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে অতীতে বারবার প্রতিহিংসার শিকার হয়েছিলেন জাকির খান। মিথ্যা মামলায় নাম জড়িয়ে তাঁকে দীর্ঘদিন কারাভোগ করতে হয়। বর্তমানে সেই মামলাগুলো থেকে খালাস পাওয়ার পর তিনি বিএনপির নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এ অবস্থায় তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কোনো কুচক্রী মহল ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করা হয়েছে জিডিতে। তাই তাঁর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অনুরোধ করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ব্যবসায়ী শাব্বির আলম হত্যাসহ মোট ৩৩টি মামলার আসামি ছিলেন জাকির খান। তিনি দীর্ঘ সময় দেশের বাইরে ছিলেন। পরে দেশে ফিরে ২০২২ সালের ৩ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে র‍্যাব তাঁকে গ্রেপ্তার করে। চলতি বছরের ৭ জানুয়ারি শাব্বির আলম খন্দকার হত্যা মামলার রায়ে জাকির খানসহ সব আসামি খালাস পান। এরপর ১৩ এপ্রিল নারায়ণগঞ্জ কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম গণমাধ্যমকে বলেন, জাকির খান বর্তমানে সব মামলায় জামিনে আছেন। ভবিষ্যতে কেউ ক্ষতি করতে পারে এমন শঙ্কায় তাঁর মা জিডি করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জাকির খানের নিরাপত্তা চেয়ে থানায় মায়ের জিডি

সর্বশেষ আপডেট ০১:১৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করা হয়েছে। তাঁর মা আছিয়া বেগম ৭ ডিসেম্বর নারায়ণগঞ্জ সদর মডেল থানায় জিডি করেন। বিষয়টি বুধবার (১৭ ডিসেম্বর) সামনে আসে।

জিডিতে বলা হয়েছে, বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে অতীতে বারবার প্রতিহিংসার শিকার হয়েছিলেন জাকির খান। মিথ্যা মামলায় নাম জড়িয়ে তাঁকে দীর্ঘদিন কারাভোগ করতে হয়। বর্তমানে সেই মামলাগুলো থেকে খালাস পাওয়ার পর তিনি বিএনপির নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এ অবস্থায় তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কোনো কুচক্রী মহল ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করা হয়েছে জিডিতে। তাই তাঁর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অনুরোধ করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ব্যবসায়ী শাব্বির আলম হত্যাসহ মোট ৩৩টি মামলার আসামি ছিলেন জাকির খান। তিনি দীর্ঘ সময় দেশের বাইরে ছিলেন। পরে দেশে ফিরে ২০২২ সালের ৩ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে র‍্যাব তাঁকে গ্রেপ্তার করে। চলতি বছরের ৭ জানুয়ারি শাব্বির আলম খন্দকার হত্যা মামলার রায়ে জাকির খানসহ সব আসামি খালাস পান। এরপর ১৩ এপ্রিল নারায়ণগঞ্জ কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম গণমাধ্যমকে বলেন, জাকির খান বর্তমানে সব মামলায় জামিনে আছেন। ভবিষ্যতে কেউ ক্ষতি করতে পারে এমন শঙ্কায় তাঁর মা জিডি করেছেন।