ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
পত্রিকার পাতা থেকে

ফয়সাল মহারাষ্ট্রে, ব্যবহার করছে ভারতীয় সিম

বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • / 122

সংবাদপত্র বা খবরের কাগজ থেকে সংগৃহীত বা নির্বাচিত তথ্য, রাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক খবরা-খবর, সাম্প্রতিক ঘটনাবলী, সাধারণ জ্ঞান বা পরীক্ষার প্রস্তুতিসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরে। পাঠকের তথ্যের চাহিদা মেটাতে বাংলা অ্যাফেয়ার্সও দেশের প্রধান প্রধান সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম সামনে নিয়মিত তুলে ধরছে। এক নজরে দেখে নিন পত্রিকা পাতার প্রধান প্রধান সংবাদ।

ফয়সাল মহারাষ্ট্রে, ব্যবহার করছে ভারতীয় সিম

ফয়সাল মহারাষ্ট্রে, ব্যবহার করছে ভারতীয় সিম

জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার পর শুটার ফয়সাল করিম মাসুদ এখন অবস্থান করছে ভারতের মহারাষ্ট্রে। বাংলাদেশি সিমকার্ড পরিবর্তন করে ব্যবহার করছে ভারতীয় রিলায়েন্স জিও কোম্পানির সিমকার্ড। তবে অধিকাংশ সময় মোবাইল ফোন বন্ধ রাখা হচ্ছে। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে চতুর ফয়সাল নানা নাটকীয়তার আশ্রয় নেয়। মোবাইল ফোনে ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) ব্যবহার করে কখনো অবস্থান দেখায় সিঙ্গাপুর আবার কখনো থাইল্যান্ড। কখনো আবার দেখায় পুরান ঢাকায়।

এদিকে ফয়সাল তার ফোনসেটটি পরিবর্তন না করায় ফোনের আইএমই নম্বর ধরে গোয়েন্দারা প্রযুক্তির সাহায্যে শুটার ফয়সালের বর্তমান অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়েছে। বর্তমানে সে ভারতের মহারাষ্ট্রে অবস্থান করছে। সঙ্গে আছে অন্যতম সহযোগী মোটরসাইকেলচালক আলমগীর শেখ।

এদিকে ওসমান হাদি হত্যাচেষ্টার নেপথ্যে কারা অর্থ বিনিয়োগ করেছে তার অনুসন্ধান করা হচ্ছে। ইতোমধ্যে ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের সূত্র ধরে অর্থদাতাদের খোঁজা হচ্ছে। হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্রও উদ্ধার হয়েছে। সেটি চার হাতবদল হয়ে যায় নরসিংদীর লেকে। মঙ্গলবার সেখান থেকে মোট তিনটি অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। তদন্তসংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সামনের সময় কিন্তু সুবিধার না সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান

সামনের সময় কিন্তু সুবিধার না সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান

দেশে ষড়যন্ত্র থেমে নেই, এই নির্বাচনও খুব সহজ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সামনে সময় কিন্তু সুবিধার নয়। এই ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

যুক্তরাজ্যের লন্ডনের সিটি প্যাভিলিয়নে স্থানীয় সময় মঙ্গলবার লন্ডন বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় দিবসের আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

প্রবাসীদের সঙ্গে বিজয় দিবসের এই অনুষ্ঠানটি এক হিসেবে তারেক রহমানের বিদায় অনুষ্ঠানও। তারেক রহমান দীর্ঘ প্রবাসজীবনের কথা স্মরণ করে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার কথা জানান। একই সঙ্গে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। প্যাভিলিয়নে প্রবাসীদের উপস্থিতিতে তিল ধারণের ঠাঁই ছিল না।

সভায় তারেক রহমান বলেন, ‘আমি এক বছর আগে বলেছিলাম, সামনে কিন্তু আমাদের কঠিন সময়। ষড়যন্ত্র থেমে নেই এবং এই নির্বাচনও কিন্তু খুব সহজ নয়। আপনারা অনেকেই কিন্তু ব্যাপারটা এখন বুঝতে পারছেন। এক বছর আগে যা বলেছিলাম, সেটা কিন্তু হচ্ছে।

এখন আমি আবারও বলছি, ‘সামনের সময় কিন্তু খুব সুবিধার না। কাজেই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

ঢাকা-দিল্লি কূটনৈতিক উত্তাপ

ঢাকা-দিল্লি কূটনৈতিক উত্তাপ

সাম্প্রতিক সময়ের দুটি ইস্যুতে টানাপোড়েনের মুখে পড়েছে ঢাকা-দিল্লির কূটনৈতিক সম্পর্ক। পিলখানা হত্যাকাণ্ডে ভারতের সম্ভাব্য সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসার পর থেকেই ফুঁসে উঠে দেশের মানুষ। এর রেশ না কাটতেই গত শুক্রবার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনায় জড়িত অন্যতম আসামি ফয়সাল ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছে। এ খবর নিশ্চিত হওয়ার পর পরিস্থিতি আরও বেসামাল হয়ে উঠেছে। এখন অনেকে বিশ্বাস করতে শুরু করেছে হাদির ওপর হামলার নেপথ্যেও আওয়ামী ফ্যাসিস্ট-চক্র ছাড়াও পরোক্ষভাবে ভারতের ইন্ধন থাকতে পারে। কারণ, হাদি প্রকাশ্যে দেশটির নানা আগ্রাসন নীতি নিয়ে বিভিন্ন সময়ে সোচ্চার ছিলেন।

এদিকে এ ঘটনায় ইনকিলাব মঞ্চ ছাড়াও জুলাই যোদ্ধাদের বিভিন্ন সভা-সমাবেশ থেকে ভারতকে উদ্দেশ করে নানারকম তির্যক বক্তব্য দেওয়া হচ্ছে। ভারতও বিষয়টিকে ভালোভাবে নিচ্ছে না। এর মধ্যে বুধবার বিভিন্ন সংগঠনের সমন্বয়ে ‘জুলাই ঐক্য’ মোর্চা মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচি পালন করে। এমন পরিস্থিতিতে সংগত কারণে ঢাকা-দিল্লির কূনৈতিক সম্পর্ক বেশ খানিকটা উত্তাপের মধ্য দিয়ে পার করছে। তবে দুই পক্ষ কৌশলী না হলে তিক্ততার সম্পর্ক আরও বাড়তে পারে। যুগান্তরকে এমনটি জানিয়েছেন বেশ কয়েকজন বিশ্লেষক।

ইতোমধ্যে হাদির ওপর হামলাকারী পালিয়ে ভারতে আশ্রয় নেওয়াসহ সাম্প্রতিক বিষয়ে ঢাকার উদ্বেগ ও ক্ষোভ জানাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে ১৪ ডিসেম্বর তলব করা হয়। এর তিন দিনের মাথায় ১৭ ডিসেম্বর নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ডেকে পাঠান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বিএম) বি শ্যাম। ঢাকায় ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে সাম্প্রতিক হুমকি এবং বাংলাদেশের রাজনৈতিক নেতাদের দেওয়া উসকানিমূলক ভারতবিরোধী বক্তব্যের প্রতিবাদ জানাতেই তাকে তলব করে ভারত।

উৎসবের মাঠে নিরাপত্তা চ্যালেঞ্জ

উৎসবের মাঠে নিরাপত্তা চ্যালেঞ্জ

নির্বাচন কমিশন আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। যদিও আগে থেকেই সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগ করছেন। সম্প্রতি বিএনপি মনোনীত প্রার্থী এরশাদউল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলার ঘটনায় বেশির ভাগ প্রার্থীর মধ্যে নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। নিরাপত্তা ইস্যুতে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

ফলে নির্বাচনের উৎসবের মাঠে নিরাপত্তাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। এর পরও বিভিন্ন রাজনৈতিক দল মনোনীত প্রার্থীরা বসে নেই। তাঁরা নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। নির্বাচনী আচরণবিধি মেনে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, সভা-সমাবেশে অংশ নিচ্ছেন।

তবে প্রার্থীদের নিরাপত্তা শঙ্কা কাটাতে নানা ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে যেসব প্রার্থী নিরাপত্তা শঙ্কায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে চান, তাঁদের জন্য দ্রুত লাইসেন্সের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। এ জন্য গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নীতিমালাও জারি করা হয়েছে। নীতিমালা জারির পর গতকাল পর্যন্ত প্রায় ২০ প্রার্থী আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের আবেদন করেছেন।

অন্যদিকে পুলিশের পক্ষ থেকে প্রার্থীদের নিরাপত্তা দেওয়ার জন্য সভা-সমাবেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট থানার ওসিকে জানিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া রাজধানীর প্রার্থীদের নিরাপত্তা দিতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এরই মধ্যে নির্দেশ দিয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পত্রিকার পাতা থেকে

ফয়সাল মহারাষ্ট্রে, ব্যবহার করছে ভারতীয় সিম

সর্বশেষ আপডেট ০১:০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

সংবাদপত্র বা খবরের কাগজ থেকে সংগৃহীত বা নির্বাচিত তথ্য, রাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক খবরা-খবর, সাম্প্রতিক ঘটনাবলী, সাধারণ জ্ঞান বা পরীক্ষার প্রস্তুতিসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরে। পাঠকের তথ্যের চাহিদা মেটাতে বাংলা অ্যাফেয়ার্সও দেশের প্রধান প্রধান সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম সামনে নিয়মিত তুলে ধরছে। এক নজরে দেখে নিন পত্রিকা পাতার প্রধান প্রধান সংবাদ।

ফয়সাল মহারাষ্ট্রে, ব্যবহার করছে ভারতীয় সিম

ফয়সাল মহারাষ্ট্রে, ব্যবহার করছে ভারতীয় সিম

জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার পর শুটার ফয়সাল করিম মাসুদ এখন অবস্থান করছে ভারতের মহারাষ্ট্রে। বাংলাদেশি সিমকার্ড পরিবর্তন করে ব্যবহার করছে ভারতীয় রিলায়েন্স জিও কোম্পানির সিমকার্ড। তবে অধিকাংশ সময় মোবাইল ফোন বন্ধ রাখা হচ্ছে। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে চতুর ফয়সাল নানা নাটকীয়তার আশ্রয় নেয়। মোবাইল ফোনে ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) ব্যবহার করে কখনো অবস্থান দেখায় সিঙ্গাপুর আবার কখনো থাইল্যান্ড। কখনো আবার দেখায় পুরান ঢাকায়।

এদিকে ফয়সাল তার ফোনসেটটি পরিবর্তন না করায় ফোনের আইএমই নম্বর ধরে গোয়েন্দারা প্রযুক্তির সাহায্যে শুটার ফয়সালের বর্তমান অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়েছে। বর্তমানে সে ভারতের মহারাষ্ট্রে অবস্থান করছে। সঙ্গে আছে অন্যতম সহযোগী মোটরসাইকেলচালক আলমগীর শেখ।

এদিকে ওসমান হাদি হত্যাচেষ্টার নেপথ্যে কারা অর্থ বিনিয়োগ করেছে তার অনুসন্ধান করা হচ্ছে। ইতোমধ্যে ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের সূত্র ধরে অর্থদাতাদের খোঁজা হচ্ছে। হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্রও উদ্ধার হয়েছে। সেটি চার হাতবদল হয়ে যায় নরসিংদীর লেকে। মঙ্গলবার সেখান থেকে মোট তিনটি অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। তদন্তসংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সামনের সময় কিন্তু সুবিধার না সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান

সামনের সময় কিন্তু সুবিধার না সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান

দেশে ষড়যন্ত্র থেমে নেই, এই নির্বাচনও খুব সহজ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সামনে সময় কিন্তু সুবিধার নয়। এই ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

যুক্তরাজ্যের লন্ডনের সিটি প্যাভিলিয়নে স্থানীয় সময় মঙ্গলবার লন্ডন বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় দিবসের আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

প্রবাসীদের সঙ্গে বিজয় দিবসের এই অনুষ্ঠানটি এক হিসেবে তারেক রহমানের বিদায় অনুষ্ঠানও। তারেক রহমান দীর্ঘ প্রবাসজীবনের কথা স্মরণ করে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার কথা জানান। একই সঙ্গে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। প্যাভিলিয়নে প্রবাসীদের উপস্থিতিতে তিল ধারণের ঠাঁই ছিল না।

সভায় তারেক রহমান বলেন, ‘আমি এক বছর আগে বলেছিলাম, সামনে কিন্তু আমাদের কঠিন সময়। ষড়যন্ত্র থেমে নেই এবং এই নির্বাচনও কিন্তু খুব সহজ নয়। আপনারা অনেকেই কিন্তু ব্যাপারটা এখন বুঝতে পারছেন। এক বছর আগে যা বলেছিলাম, সেটা কিন্তু হচ্ছে।

এখন আমি আবারও বলছি, ‘সামনের সময় কিন্তু খুব সুবিধার না। কাজেই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

ঢাকা-দিল্লি কূটনৈতিক উত্তাপ

ঢাকা-দিল্লি কূটনৈতিক উত্তাপ

সাম্প্রতিক সময়ের দুটি ইস্যুতে টানাপোড়েনের মুখে পড়েছে ঢাকা-দিল্লির কূটনৈতিক সম্পর্ক। পিলখানা হত্যাকাণ্ডে ভারতের সম্ভাব্য সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসার পর থেকেই ফুঁসে উঠে দেশের মানুষ। এর রেশ না কাটতেই গত শুক্রবার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনায় জড়িত অন্যতম আসামি ফয়সাল ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছে। এ খবর নিশ্চিত হওয়ার পর পরিস্থিতি আরও বেসামাল হয়ে উঠেছে। এখন অনেকে বিশ্বাস করতে শুরু করেছে হাদির ওপর হামলার নেপথ্যেও আওয়ামী ফ্যাসিস্ট-চক্র ছাড়াও পরোক্ষভাবে ভারতের ইন্ধন থাকতে পারে। কারণ, হাদি প্রকাশ্যে দেশটির নানা আগ্রাসন নীতি নিয়ে বিভিন্ন সময়ে সোচ্চার ছিলেন।

এদিকে এ ঘটনায় ইনকিলাব মঞ্চ ছাড়াও জুলাই যোদ্ধাদের বিভিন্ন সভা-সমাবেশ থেকে ভারতকে উদ্দেশ করে নানারকম তির্যক বক্তব্য দেওয়া হচ্ছে। ভারতও বিষয়টিকে ভালোভাবে নিচ্ছে না। এর মধ্যে বুধবার বিভিন্ন সংগঠনের সমন্বয়ে ‘জুলাই ঐক্য’ মোর্চা মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচি পালন করে। এমন পরিস্থিতিতে সংগত কারণে ঢাকা-দিল্লির কূনৈতিক সম্পর্ক বেশ খানিকটা উত্তাপের মধ্য দিয়ে পার করছে। তবে দুই পক্ষ কৌশলী না হলে তিক্ততার সম্পর্ক আরও বাড়তে পারে। যুগান্তরকে এমনটি জানিয়েছেন বেশ কয়েকজন বিশ্লেষক।

ইতোমধ্যে হাদির ওপর হামলাকারী পালিয়ে ভারতে আশ্রয় নেওয়াসহ সাম্প্রতিক বিষয়ে ঢাকার উদ্বেগ ও ক্ষোভ জানাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে ১৪ ডিসেম্বর তলব করা হয়। এর তিন দিনের মাথায় ১৭ ডিসেম্বর নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ডেকে পাঠান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বিএম) বি শ্যাম। ঢাকায় ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে সাম্প্রতিক হুমকি এবং বাংলাদেশের রাজনৈতিক নেতাদের দেওয়া উসকানিমূলক ভারতবিরোধী বক্তব্যের প্রতিবাদ জানাতেই তাকে তলব করে ভারত।

উৎসবের মাঠে নিরাপত্তা চ্যালেঞ্জ

উৎসবের মাঠে নিরাপত্তা চ্যালেঞ্জ

নির্বাচন কমিশন আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। যদিও আগে থেকেই সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগ করছেন। সম্প্রতি বিএনপি মনোনীত প্রার্থী এরশাদউল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলার ঘটনায় বেশির ভাগ প্রার্থীর মধ্যে নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। নিরাপত্তা ইস্যুতে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

ফলে নির্বাচনের উৎসবের মাঠে নিরাপত্তাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। এর পরও বিভিন্ন রাজনৈতিক দল মনোনীত প্রার্থীরা বসে নেই। তাঁরা নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। নির্বাচনী আচরণবিধি মেনে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, সভা-সমাবেশে অংশ নিচ্ছেন।

তবে প্রার্থীদের নিরাপত্তা শঙ্কা কাটাতে নানা ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে যেসব প্রার্থী নিরাপত্তা শঙ্কায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে চান, তাঁদের জন্য দ্রুত লাইসেন্সের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। এ জন্য গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নীতিমালাও জারি করা হয়েছে। নীতিমালা জারির পর গতকাল পর্যন্ত প্রায় ২০ প্রার্থী আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের আবেদন করেছেন।

অন্যদিকে পুলিশের পক্ষ থেকে প্রার্থীদের নিরাপত্তা দেওয়ার জন্য সভা-সমাবেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট থানার ওসিকে জানিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া রাজধানীর প্রার্থীদের নিরাপত্তা দিতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এরই মধ্যে নির্দেশ দিয়েছেন।