শিরোনাম
চট্টগ্রামে ভবনে ভয়াবহ আগুন
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
- সর্বশেষ আপডেট ১১:২৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
- / 105
চট্টগ্রামের ব্যস্ততম এলাকা চকবাজারে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকালে চকবাজারের তেলিপট্টি এলাকার ওই বহুতল ভবনে আগুন লাগে। এ সময়ে ধোঁয়ায় ছেয়ে যায় চারিদিকে। প্রাথমিকভাবে স্থানীয়া আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ না জানা গেলেও পাশে ময়লার স্তূপ থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। এতে বেশ কয়েকটি দোকানের আসবাবপত্র পুড়ে গেছে। তবে, হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
































