ঢাকা ১০:২৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গুলশানে ফেলানী অ্যাভিনিউয়ের নামফলক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৩৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / 90

গুলশানে ফেলানী অ্যাভিনিউয়ের নামফলক উন্মোচন

রাজধানীর গুলশানে ফেলানী অ্যাভিনিউ নামে সড়কের নামফলক উন্মোচন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান অনুষ্ঠানে নামফলক উন্মোচন করেন।

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বাংলাদেশের মানুষ সীমান্তে হত্যা বন্ধ চায়। আমাদের বোন ফেলানী কাঁটাতারে ঝুলন্ত অবস্থায় প্রাণ হারিয়েছিল। এই সড়কের নামকরণের মাধ্যমে সেই নৃশংস ঘটনা ও সীমান্তে ঘটে যাওয়া হত্যার কথা প্রতিদিন মনে করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

উন্মোচন অনুষ্ঠানটি গুলশান-২ গোলচত্বর থেকে প্রগতি সরণি পর্যন্ত সড়কে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, পূর্ত সচিব মো. নজরুল ইসলাম, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।

সচিব রেজাউল মাকছুদ জাহেদী বলেন, ফেলানী হত্যাকাণ্ড শুধুমাত্র একটি হত্যাকাণ্ড নয়, এটি একটি স্পষ্ট মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ফেলানীর নামে সড়কের নামকরণ দেশের সম্মান বজায় রাখার প্রতীক এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদের প্রকাশ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গুলশানে ফেলানী অ্যাভিনিউয়ের নামফলক উন্মোচন

সর্বশেষ আপডেট ০৮:৩৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

রাজধানীর গুলশানে ফেলানী অ্যাভিনিউ নামে সড়কের নামফলক উন্মোচন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান অনুষ্ঠানে নামফলক উন্মোচন করেন।

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বাংলাদেশের মানুষ সীমান্তে হত্যা বন্ধ চায়। আমাদের বোন ফেলানী কাঁটাতারে ঝুলন্ত অবস্থায় প্রাণ হারিয়েছিল। এই সড়কের নামকরণের মাধ্যমে সেই নৃশংস ঘটনা ও সীমান্তে ঘটে যাওয়া হত্যার কথা প্রতিদিন মনে করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

উন্মোচন অনুষ্ঠানটি গুলশান-২ গোলচত্বর থেকে প্রগতি সরণি পর্যন্ত সড়কে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, পূর্ত সচিব মো. নজরুল ইসলাম, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।

সচিব রেজাউল মাকছুদ জাহেদী বলেন, ফেলানী হত্যাকাণ্ড শুধুমাত্র একটি হত্যাকাণ্ড নয়, এটি একটি স্পষ্ট মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ফেলানীর নামে সড়কের নামকরণ দেশের সম্মান বজায় রাখার প্রতীক এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদের প্রকাশ।