ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের জন্য প্রস্তুত বাসভবন ও অফিস

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / 76

তারেক রহমানের জন্য প্রস্তুত বাসভবন ও অফিস

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের প্রস্তুতি হিসেবে দলের পক্ষ থেকে বাসভবন এবং অফিস তৈরি করা হয়েছে। প্রায় ১৮ বছর পর ২৫ ডিসেম্বর তিনি গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাড়িতে উঠবেন। এই বাড়ির পাশেই ভাড়া করা বাসা ‘ফিরোজা’য় থাকেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের জন্য আলাদা কক্ষ তৈরি করা হয়েছে। এছাড়া নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আরেকটি কক্ষ প্রস্তুত করা হয়েছে, যেখান থেকে এয়াদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে গুলশানের ৯০ নম্বর সড়কের ১০/সি বাড়িতে সংবাদ সম্মেলনে জানান, ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শিরোনামে জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতা কর্মসূচি এই আগমনের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে।

দলের শীর্ষ নেতারা জানিয়েছেন, ২৫ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমান আসবেন এবং নেতা-কর্মীরা সংবর্ধনা জানাতে উপস্থিত থাকবেন। তার দেশে ফেরার আগে স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডনে যাবেন।

বাসভবন ও অফিসের সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থা শেষ পর্যায়ে রয়েছে। গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাড়ির কক্ষগুলো নতুন করে তৈরি করা হয়েছে, দরজা-জানালা মেরামত করা হয়েছে, সীমানা প্রাচীর ও ভেতরের দেয়াল সাদা রঙে মুড়িয়ে দেওয়া হয়েছে। বাড়ির সামনে নিরাপত্তার জন্য ছাউনি বসানো হয়েছে এবং সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

গুলশান কার্যালয়ের প্রধান ফটক নতুন করে লাগানো হয়েছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা কক্ষ তৈরি করা হয়েছে। এছাড়া নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে চার তলায় নিরাপত্তা ব্যবস্থা এবং ব্রিফিং রুমসহ বিভিন্ন বিভাগের বসার ব্যবস্থা করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেল ও দলের অন্যান্য কর্মকর্তা জানিয়েছেন, দলের সব প্রস্তুতি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সম্পন্ন করা হচ্ছে। দেশবাসী ও নেতা-কর্মীরা উচ্ছ্বাস ও আগ্রহের সঙ্গে তার আগমনকে প্রত্যাশা করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তারেক রহমানের জন্য প্রস্তুত বাসভবন ও অফিস

সর্বশেষ আপডেট ০৭:০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের প্রস্তুতি হিসেবে দলের পক্ষ থেকে বাসভবন এবং অফিস তৈরি করা হয়েছে। প্রায় ১৮ বছর পর ২৫ ডিসেম্বর তিনি গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাড়িতে উঠবেন। এই বাড়ির পাশেই ভাড়া করা বাসা ‘ফিরোজা’য় থাকেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের জন্য আলাদা কক্ষ তৈরি করা হয়েছে। এছাড়া নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আরেকটি কক্ষ প্রস্তুত করা হয়েছে, যেখান থেকে এয়াদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে গুলশানের ৯০ নম্বর সড়কের ১০/সি বাড়িতে সংবাদ সম্মেলনে জানান, ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শিরোনামে জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতা কর্মসূচি এই আগমনের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে।

দলের শীর্ষ নেতারা জানিয়েছেন, ২৫ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমান আসবেন এবং নেতা-কর্মীরা সংবর্ধনা জানাতে উপস্থিত থাকবেন। তার দেশে ফেরার আগে স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডনে যাবেন।

বাসভবন ও অফিসের সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থা শেষ পর্যায়ে রয়েছে। গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাড়ির কক্ষগুলো নতুন করে তৈরি করা হয়েছে, দরজা-জানালা মেরামত করা হয়েছে, সীমানা প্রাচীর ও ভেতরের দেয়াল সাদা রঙে মুড়িয়ে দেওয়া হয়েছে। বাড়ির সামনে নিরাপত্তার জন্য ছাউনি বসানো হয়েছে এবং সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

গুলশান কার্যালয়ের প্রধান ফটক নতুন করে লাগানো হয়েছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা কক্ষ তৈরি করা হয়েছে। এছাড়া নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে চার তলায় নিরাপত্তা ব্যবস্থা এবং ব্রিফিং রুমসহ বিভিন্ন বিভাগের বসার ব্যবস্থা করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেল ও দলের অন্যান্য কর্মকর্তা জানিয়েছেন, দলের সব প্রস্তুতি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সম্পন্ন করা হচ্ছে। দেশবাসী ও নেতা-কর্মীরা উচ্ছ্বাস ও আগ্রহের সঙ্গে তার আগমনকে প্রত্যাশা করছে।