আড়াইহাজারে সড়কের পাশ থেকে মাথাবিহীন মরদেহ উদ্ধার
- সর্বশেষ আপডেট ১২:৫১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / 81
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায় রাস্তার ধারে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে। তবে এখনো পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোনো স্থানে নৃশংসভাবে হত্যার পর মরদেহটি ঘটনাস্থলে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে শত শত নারী-পুরুষ ভিড় করেন। স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বলেন, তিনি জীবনে এমন ভয়াবহ হত্যাকাণ্ড দেখেননি। প্রথমে বিষয়টি বিশ্বাস করতে পারেননি। কাছে গিয়ে দেখেন, বিবস্ত্র অবস্থায় একটি মাথাবিহীন মরদেহ পড়ে আছে এবং শরীর মারাত্মকভাবে ক্ষতবিক্ষত।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তিনি বলেন, লাশটির মাথা নেই এবং পেটের নাড়িভুঁড়ি বের করা অবস্থায় পাওয়া গেছে। শরীরে কোনো কাপড় ছিল না এবং আশপাশে মাথার কোনো চিহ্নও পাওয়া যায়নি।
নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে বলে জানান ওসি। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
































